নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট
একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে চেয়ারম্যান সহ ২ কো-অর্ডিনেটর এবং অন্যান্য কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস। দক্ষিণ দিনাজপুরে দায়িত্ব পাওয়ার পর এই প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বালুরঘাটের কচিক্লাব এলাকার দলীয় কার্যালয়ে।
এই দিনের বৈঠকের মাধ্যমে পূর্বের দলের সক্রিয় কর্মীদের ঘরে ফেরানোর বার্তা দিয়েছেন জেলা সভাপতি। বিভিন্ন কারণে দল থেকে সরে থাকলেও আগামী নির্বাচনে সেইসব সৈনিকদের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গোপিবল্লভপুরে
যদিও এদিনের বৈঠকে প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রকে দলে ফেরানোর বিষয়ে তেমন কোন বার্তা দিতে পারেননি গৌতম দাস। বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্য নেতৃত্বের ওপর নির্ভর করবে বলেও জানিয়েছেন তিনি।
জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস জানিয়েছেন, সকলে মিলে একসঙ্গে কাজ করার লক্ষ্যে এমন বৈঠকের আয়োজন। পুরোনো নতুন সব কর্মীদের একত্রিত করে আগামী নির্বাচনে লড়াইয়ে মাঠে নামা হবে। দক্ষিণ দিনাজপুরের ছ’টি বিধানসভা দখল করাই তাদের মূল লক্ষ্য হবে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584