শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
হুল দিবসের দিনে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে তৃণমূল, বাম ও কংগ্রেসের ৪০ টি আদিবাসী পরিবার বিজেপি দলে যোগদান করে।

আজ কুমারগঞ্জের ৭ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি দলীয় কার্যালয়ে, কুমারগঞ্জের ওই এলাকা থেকে তৃণমূল, বাম ও কংগ্রেস সমর্থিত আদিবাসী পরিবার পরিজনরা বিজেপি দলে যোগ দেয়। এই দলবদলের সময় এই ৪০ টি আদিবাসী পরিবার পরিজনদের হাতে দলের পতাকা তুলে দেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বিনয় বর্মন।

আরও পড়ুনঃ আগামী বছর জুন পর্যন্ত বিনামূল্যে চাল আটা! প্রধানমন্ত্রীর পালটা ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিজেপি সভাপতি বিনয় বর্মন জানান, “আদিবাসী সমাজের এই পবিত্র দিনটিতে কুমারগঞ্জের ৭ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার আদিবাসী সমাজের ৪০ টি পরিবার তৃণমূল, বাম ও কংগ্রেস ছেড়ে আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন মূলক কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজেপি দলে যোগ দিয়েছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584