আন্তঃরাজ্য উড়ান চালুর পূর্বে দমদম বিমানবন্দরে ঝাঁ-চকচকে ৪০০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টার

0
59

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

২৮ মে থেকে শুরু হচ্ছে আন্তঃরাজ্য বিমান পরিষেবা। আবার আগের মত বাইরের বিভিন্ন রাজ্যের যাত্রীরা ফিরে আসতে পারবেন শহর কলকাতায়। তবে প্রবাসীদের জন্য ভিআইপি হোটেলের বন্দোবস্ত করা হলেও ভিনরাজ্যের বাসিন্দাদের জন্য এবার বিমানবন্দরেই তৈরি হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার। আর সেই ঝাঁ চকচকে বিমানবন্দর দেখলে চোখ জুড়িয়ে যেতে বাধ্য।

quarantine centre | newsfront.co
নিজস্ব চিত্র

সূত্রের খবর, কোয়ারেন্টাইন সেন্টার তৈরির জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে জমি দেওয়ার কথা বলেছিল রাজ্য সরকার। তাতে সাড়া দিয়ে পুরনো টার্মিনালের কাছে এই জমিটি দেওয়া হয়েছে। সেখানে তৈরি করা হয়েছে ৪০০ শয্যাবিশিষ্ট কোয়ারেন্টাইন সেন্টারটি।

quarantine center | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লাদাখে উত্তেজনা, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৈঠকে প্রধানমন্ত্রী

বিমানবন্দর সূত্রে খবর, বাইরে থেকে যাঁরা এখানে নামবেন, স্বাস্থ্যবিধি মেনে তাঁদের প্রথমে থার্মাল স্ক্রিনিং হবে। তারপর যদি কারও শরীরে করোনার উপসর্গ থাকে, তাহলে সেখানেই তাঁদের সোয়াব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে। সেই রিপোর্ট আসতে যে সময় লাগবে, সেই সময়টুকুর জন্য তাঁদের আলাদা করে রাখতে কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে।

রিপোর্ট নেগেটিভ এলেই তাকে ছেড়ে দেওয়া হবে। আর এই এলাহি আয়োজন একেবারে বিনামূল্যে পাবেন যাত্রীরা। এই আয়োজন না করলে বিমানবন্দরের বাইরে বেরিয়ে সমস্যায় পড়তে হত যাত্রীদের। তাই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here