নিউজডেস্ক,কলকাতাঃ
রাজ্যে বাস,ট্যক্সি,ট্রাম জলপথ পরিবহনের ভাড়া বাড়ার ইঙ্গিত দিয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।আজ নবান্নে বাসমালিকদের সঙ্গে এক সভার শেষে ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।
যদিও কবে থেকে এই নতুন ভাড়া কার্যকরী হবে তা তিনি জানান নি,শুধুমাত্র জানিয়েছেন যে,নতুন ভাড়ার তালিকা খুব শীঘ্রই চূড়ান্ত হয়ে যাবে।তবে রাজ্য জুড়ে সর্বত্রই বাসভাড়া বাড়ছে ১ টাকা করে।
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে এমনিতেই নাভিশ্বাস ওঠার জোগাড় আমজনতার তার উপর এই ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত পকেটের উপর এক্সট্রা চাপ সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে,আগামীকাল থেকে কলকাতা ও দুই চব্বিশ পরগণা জেলায় ভাড়াবৃদ্ধির দাবীতে বাস ধর্মঘট শুরু করার কথা ঘোষণা করে বাস মালিকরা।প্রয়োজনে অন্য জেলাগুলিকেও ধর্মঘটের হুশিয়ারি দেওয়া হয়েছিল।সেই ধর্মঘট শুরুর আগের দিনই সরাকারি বৈঠকে ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করা হল।যদিও বাস মালিকদের সব দাবি সরকার মেনে নেয়নি।এছাড়াও ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত পুর্ণবিবেচনার জন্য একটি কমিটি গঠন করার কথাও জানানো হয়েছে সরকারি তরফ থেকে। পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই কমিটির নেতৃত্বে থাকবেন।এই কমিটি এক মাসের মধ্যে একটি রিপোর্ট পাঠাবে মুখ্যমন্ত্রীর দপ্তরে।যদি ডিজেলের ভাড়া কমে যায় তবে বর্ধিত ভাড়া নিয়ে পরবর্তীতে আলোচনা হবে এবং প্রয়োজনে এই কমিটির পরামর্শক্রমে ভাড়া কমানো হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584