মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা ভাইরাসের কারণে গোটা দেশের টালমাটাল অবস্থা। ভারতেও ক্রমশ চওড়া হচ্ছে করোনা ভাইরাস। করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন।
ঘরবন্দি সকলেই। বন্ধ স্কুল, কলেজ, অফিস সহ বহু দোকানপাট। কার্যত কর্মহীন অবস্থায় ঘরে থাকতে হচ্ছে বহু মানুষকে। ফলে খাদ্যসংকটে ভুগছেন অনেকেই। ইতিমধ্যেই দুঃস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বহু সরকারি বেসরকারি সংস্থাও।
এবার এই কাজে এগিয়ে এল আগরপাড়ার নীলগঞ্জ রোডের তৃণমূল ভবন। দেশের এই সংকটজনক পরিস্থিতিতে দুঃস্থদের চাল, ডাল দেওয়ার পাশাপাশি পথকুকুরদের পাশেও দাঁড়ান তৃণমূল ভবনের ৫ সদস্য। ৯ এপ্রিল থেকে রাস্তার সারমেয়দের খাবার দেন তাঁরা।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গাতেও বিভিন্ন দফতরে শুরু হলো সেনিটাইজেশনের কাজ, তৎপর দমকল বিভাগ
যতদিন লকডাউন চলবে ততদিন রাস্তার কুকুর, বিড়ালদের দুবেলা খেতে দেবেন গোপাল চন্দ, সুমিত সিং, বাপ্পা, মিলন ও সোমা। প্রতিদিন ওই অবলা প্রাণীদের জন্য ভাত, মাছ, মাংস রান্না করা হবে বলে জানান তাঁরা। দেশের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোটা সত্যিই প্রয়োজন ছিল। আর এই কাজে অংশ নিয়ে নজির গড়ল আগরপাড়ার তৃণমূল ভবন। এই দুঃসময় ওই অসহায় জীবদের পাশে দাঁড়াতে পেরে খুশি তৃণমূল ভবনের সদস্যরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584