রাজ্য সশস্ত্র পুলিশের প্রশিক্ষণরত আরও ৪২ জন জওয়ান আক্রান্ত

0
58

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

রাজ্য সশস্ত্র পুলিশের প্রশিক্ষনরত ৪২ জন জওয়ানের করোনা পজিটিভ। এরই সাথে ব্যারাকপুর থেকে খড়গপুর সালুয়ায় প্রশিক্ষন নিতে আসা ৪০০ জনের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬ জনে। মঙ্গলবার এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে কারন সোমবার রাতে আসা রিপোর্টে ৮৩ জনের রিপোর্ট অমীমাংসিত এসেছে, যেখান থেকে আরও পজিটিভ রিপোর্ট আসার সম্ভাবনা প্রবল।

containment area | newsfront.co
নিজস্ব চিত্র

উল্লেখ্য কয়েকদিন আগেই ব্যারাকপুর থেকে আসা এই ৪০০ জনের মধ্যে ১জন আক্রান্তের খোঁজ পাওয়া যায়। এরপর প্রতিদিনই ৬০ জন করে নমুনা সংগ্ৰহ ও পরীক্ষা শুরু হয়। প্রথম দফার ৬০ জনের মধ্যে ৩ জন পজিটিভ আসে। পরের দফায় ফের ৬০ জনের নমুনা সংগ্ৰহ করা হয়।

Containment zone | newsfront.co
নিজস্ব চিত্র

তৃতীয় দফায় রবিবার ফের ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। সবমিলিয়ে এখন দেখা যাচ্ছে মোট ৪৬ জন আক্রান্ত এবং ৮৩ নমুনা অমীমাংসিত।

আরও পড়ুনঃ এবার করোনার কবলে মালদহ পুলিশ সুপারের অফিস

বর্তমানে এই ৪৬ জনকে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঠিকই কিন্তু মঙ্গলবার নতুন করে সন্ক্রমনের খবর এলে কী করা হবে সেই নিয়ে সংশয়ে পুলিশ। কারন জেলার মাত্র ২টি হাসপাতাল শালবনী সুপার স্পেশালিটি ও আয়ুশে ক্রমাগত চাপ বাড়ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here