একদিনে সর্বাধিক প্রাণহানি! করোনা থাবায় দেশে মৃত্যু ৪৪৫

0
35

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

ভারতে একেবারে ঘাঁটি গেঁড়ে বসেছে করোনা ভাইরাস। ভারত ছেড়ে যাওয়ার কথা এখন ভুলেও ভাবছে না কোভিড-১৯। বরং দ্রুত সংক্রমণ ছড়িয়ে গোটা দেশকে নিজের কবজায় আনতে চাইছে এই মারণ ভাইরাস। ফলে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে প্রতিদিন হু হু করে বাড়ছে মৃতের সংখ্যাও। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দেখতে দেখতে ৪.২৫ লক্ষকেও ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৪৫ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস।

dead body | newsfront.co
প্রতীকী চিত্র

সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে, দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ২৮২ হয়েছে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৯৯ এ। একদিনের মধ্যে ভারতে নতুন করে ১৪ হাজার ৮২১ জনের শরীরে বাসা বেঁধেছে করোনা ভাইরাস।

তবে আক্রান্তের পাশাপাশি করোনা থেকে পুনরুদ্ধারের হারও বেড়েছে। বর্তমানে ৫৫.৭৭শতাংশ রোগী করোনা থেকে মুক্তি পেয়েছেন। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ লক্ষ ৩৭ হাজার ১৯৬ জন। দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে দেশের রাজধানীতে মোট আক্রান্ত ৫৯ হাজার ৭৪৬ জন।

আরও পড়ুনঃ বায়ুসেনার কড়া নজরদারিতে চিন সীমান্ত

রবিবার আরও হাজার তিনেক মানুষের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে রবিবার আরও ৩ হাজার ৮৭০ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সেরাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ৭৫ জন। রাজ্যটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৭০ জন। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০১ জন।

আরও পড়ুনঃ মোদির নির্দেশে তেলেঙ্গানার ভেন্টিলেটর পাঠানো হয়েছে বাংলায়, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানী মুম্বইয়ে এখন করোনা আক্রান্ত মোট ৬৬ হাজার ৪৮৮ জন। রবিবার কর্নাটকে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫৩ জন। ফলে সেখানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেছে। তামিলনাড়ুতে এখনও পর্যন্ত সর্বাধিক সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে মোট ৭ লক্ষ ৭১ হাজার ২৬৩ জনের শরীরে করোনা টেস্ট করা হয়েছে। রাজধানী চেন্নাইয়েই রয়েছে রাজ্যের প্রায় ৬৯ শতাংশ রোগী। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। তেলেঙ্গানায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৭৩০ জন।

এর ফলে সে রাজ্যে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৭ হাজার ৮০২-এ পৌঁছেছে। কেরলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৩ জন, এর মধ্যে ৮০ জন অন্যান্য দেশ থেকে এবং ৪৩ জন অন্যান্য রাজ্য থেকে সেখানে ফিরে এসেছেন। বিশ্বের মোট ৪.৬৮ লক্ষ মানুষ মারা গেছেন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে। এছাড়াও, গোটা বিশ্বে মোট ৮৯.৪৪ লক্ষেরও বেশি মানুষের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here