মালদহে নতুন করে করোনা আক্রান্ত ৪৪ জন

0
218

নিজস্ব সংবাদদাতা মালদহঃ

মালদহে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার মালদহ মেডিকেলে লালারসের নমুনা পরীক্ষায় ৪৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে মালদহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০২ জন। লালারসের নমুনার ‘ব্যাকলগ’ কমাতে পরীক্ষার উপরে জোর দেওয়া হয়েছে।

malda medical | newsfront.co
ফাইল চিত্র

জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে ইংরেজবাজার ব্লকেরই ১৭ জন রয়েছেন। এছাড়া গাজোল ব্লকে ১৫, মানিকচক ব্লকে ৩, কালিয়াচক ও রতুয়া ব্লকে দু’জন করে সংক্রমিত হয়েছেন ৷ একজন করে সংক্রমিতের খোঁজ পাওয়া গিয়েছে চাঁচলের দুটো ব্লকে, হবিবপুর, হরিশ্চন্দ্রপুর ও রতুয়া ব্লকে ৷

আরও পড়ুনঃ পূর্ণিমার ভরা কোটালে ভাঙল মণি নদীর বাঁধ

এরা প্রত্যেকে ভিনরাজ্য থেকে ফিরে আসা শ্রমিক ৷ আক্রান্তদের প্রত্যেকেরই খোঁজ পেয়েছে প্রশাসন ৷ এদের মধ্যে অধিকাংশই ইন্সটিটিউশনাল কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছে বলেও জানা গিয়েছে৷ তবে কয়েকজনের জেলায় ফেরা ইতিমধ্যেই ১০ দিনের বেশি হয়ে গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here