আরো ৪৫ জন করোনা আক্রান্ত দক্ষিণ দিনাজপুরে

0
39

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলায় নতুন করে আক্রান্ত হলেন ৪৫ জন। নতুন করে ৪৫ জন আক্রান্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৬০। তবে জেলা ও রাজ্য স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৩৭০ জন। দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা অথচ জেলার বাইরে পরীক্ষা করিয়ে রিপোর্ট পজিটিভ এসেছে, এমন ১০ জনকে তালিকায় নেওয়া হয়েছে।

official visit | newsfront.co
নিজস্ব চিত্র

তবে স্বস্তির খবর, এদিন ১ জনের ছুটি হয়েছে। এইনিয়ে জেলায় মোট আক্রান্তদের মধ্যে ২৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। মৃত্যুর সংখ্যা ১ জন। শাসক দলের বিধায়ক থেকে শুরু করে যুব সভাপতি করোনায় আক্রান্ত হয়েছেন। ৪৫ জন আক্রান্তের মধ্যে এবার বিরোধী দল কংগ্রেসের জেলা সভাপতি ও ছাত্র পরিষদের জেলা সভাপতি ও রয়েছেন বলে জানা গেছে।

এতদিন ট্রুনাট মেশিনের মধ্য দিয়ে পজেটিভ এলেও তাদের তালিকায় নাম উঠছিল না।কিন্তু এদিনের এই ৪৫ জন আক্রান্তের মধ্যে ৭ জন ট্রুনাট পজিটিভকে তালিকাভুক্ত করা হয়েছে। বাকি ৩৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে মালদা মেডিক্যাল কলেজ থেকে। এই ৩৮ জনের মধ্যে জেলা সদর শহর বালুরঘাটেই আক্রান্ত হয়েছেন ৫ জন। বালুরঘাট গ্রামীন এলাকায় ১ জন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুনঃ হেমতাবাদের বিধায়কের রহস্য মৃত্যু, ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি

বালুরঘাটের বাজারপাড়া, নেপালিপাড়া, খাদিমপুর, মংগলপুর, নারায়নপুরে একজন করে ও বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাংগিতে একজন আক্রান্ত হয়েছেন। জানা গেছে, এদিন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ট্রুনাট মেশিনের মধ্য দিয়ে পজেটিভ হওয়া পাচ জন ও গঙ্গারামপুর হাসপাতালের ট্রুনাট মেশিনের মধ্য দিয়ে পজিটিভ হওয়ার দুই জনের নাম তালিকায় ধরা হয়েছে। তবে এই আক্রান্তদের কারোর কোন ট্রাভেল হিস্ট্রি নেই বলে জানা গেছে।

এছাড়াও এদিনের ৪৫ জন আক্রান্তের মধ্যে গঙ্গাগারামপুরে ২ জন, কুমারগঞ্জে ১৫ জন, কুশমন্ডিতে ৫ জন, হরিরামপুরে ৫ জন, তপনে ৫ জন ও বুনিয়াদপুরে ২ জন রয়েছেন। আরও জানা গেছে কুমারগঞ্জের চকরামরাই গোপালগঞ্জে দুজন, নারায়নপুরে আটজন, বলতাতে একজন, চাকমামুদিতে একজন, রায়নন্দাতে এক জন, তাজপুরে একজন ও মহিপুর সাব সেন্টারের একজন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতির জেরে বন্ধ কালনা মহকুমা আদালত

গঙ্গারামপুরের পুর্ব হালদার পাড়া ও ভোদং পাড়ায় একজন করে, তপনের বজ্রাপুকুর, রামপুর ও ভাইওরে একজন করে, হরিরামপুরের সোনাহানে একজন, ইতলঘাটিতে একজন ও হরিরামপুরে তিনজন সংক্রমিত হয়েছেন। কুশমন্ডি ব্লকের কুশমন্ডিতে একজন, মাঝপাড়ায় ২ জন, মালিহারে ১ জন, পচাদিঘিতে এক জন সংক্রমিত হয়েছেন। এছাড়াও বুনিয়াদপুরে দুজন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের গত ৯ জুলাই লালারস সংগ্রহ করে, পরীক্ষার জন্য মালদহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। তার মধ্যে এদিন ৩৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে নতুন আক্রান্তদের সেফ হাউজে বা কোভিড হাসপাতালে চিকিৎসার জন্যে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে গত ৯ জুলাই বিকেল পাচটা থেকে করোনা মোকাবিলায় জেলার তিনটি পুরসভা ও গ্রাম পঞ্চায়েত মিলে ৪৭ টি কনটেন্টমেন্ট জোনে লকডাউন চলছে। কিন্তু অভিযোগ উঠেছে প্রশাসনের ঢিলে ঢালা মনোভাবের জন্য লকডাউন কনটেনমেন্ট জোনে ঠিকভাবে পালন করা হচ্ছে না। ফলে যে উদ্দেশ্য নিয়ে লকডাউন, সেই করোনাকে কতটা রোখা সম্ভবপর হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here