নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
একই পরিবারে পাঁচজন করোনায় আক্রান্ত। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হল সামসেরগঞ্জ ব্লকের রতনপুরে। শনিবারই পরিবারের পাঁচ জন আক্রান্তকে বহরমপুর কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রশাসনের তরফে বাড়ি সিল করে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, গত ৩০ জুন রতনপুরের এক মুদিখানা দোকানদারের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বাইরে যাওয়ার কোনো রেকর্ড না থাকলেও হঠাৎ করোনা আক্রান্তের খবরে কার্যত চমকে উঠে প্রশাসন।
আরও পড়ুনঃ বেড়েই চলেছে মালদহে করোনা আক্রান্তের সংখ্যা
তারপরেই পরিবারের সকলের করোনা পরীক্ষা করা হয়। আর তাতেই সকলকে অবাক করে দিয়ে একই পরিবারের পাঁচ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
পাশাপাশি মুদির দোকানের এক কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে রিপোর্ট আসতেই শনিবার সকালেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584