নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রামে নতুন করে ৫ জন করোনা আক্রান্তের হদিশ মিলল।

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিনে নতুন করে ৫ জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে। সেখানে উল্লেখ রয়েছে, গত ৫ জুলাই পর্যন্ত যে নমুনা নেওয়া হয়েছিল তার ভিত্তিতেই এই রিপোর্ট। এনিয়ে ঝাড়গ্রামে সরকারি ভাবে মোট ২৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
আরও পড়ুনঃ এনআরএস হাসপাতালে একসঙ্গে ১৬ জনের করোনা সংক্রমণ
এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ইতিমধ্যে পূর্বের যে ১৯ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল, তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। যার ফলে বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584