নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ শনিবার ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন বিজেপির প্রায় ৫০ জন সক্রিয় কর্মী।
পদ্মার ভাঙনের মতো বিরোধী দলকে ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে রূপান্তরিত করে চলেছেন ভরতপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আজ বিধায়ক হুমায়ুন কবির ও তৃণমূল কংগ্রেসের ভরতপুর ২ নং ব্লকের যুব সভাপতি আনারুল ইসলামের নেতৃত্বে মুর্শিদাবাদের ৫৫ নং বিজেপি মন্ডল সভাপতি বাসুদেব সাহা দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
এছাড়া মণ্ডল সদস্য সঞ্জয় সাহা, রাজু দাস, ছোটন দাস, রণবীর ঘোষ, মৃণাল কান্তি ঘোষ, অজিত দাস সহ ৫০ জন বিজেপি কর্মী সমর্থক আজ তৃনমূলের পতাকা তুলে নিলেন।
আরও পড়ুনঃ ডোমকল বিধানসভায় তৃণমূলের সংবর্ধনা ও যোগদান সভা
দীর্ঘদিন ধরে বিজেপি করে কোনো রকম সাহায্য সহযোগিতা পাননি বলে অভিযোগ জানিয়েছেন তারা। তারা জানান, বিজেপি সাম্প্রদায়িক দল, জনগন বিরোধী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। তাই মানুষের স্বার্থে মানুষের হয়ে কাজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584