এনজেপি থেকে উদ্ধার ৫০ সোনার বিস্কুট, গ্রেফতার পাঁচ পাচারকারী

0
40

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ

ট্রেন পরিষেবা স্বাভাবিক হতেই ফের শুরু পাচারকারীদের দৌরাত্ম্য। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই)।

এরপর প্রায় সাড়ে তিন কোটি টাকার সোনার বিস্কুট-সহ পাঁচ ভিন রাজ্যের যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম স্যামুয়েল মালসমটলুয়াঙ্গা, সি লালবিয়াখলুয়া, জন লালডিনথারা, ইসাখ লালরামঘাখা ও রবার্ট জোডিংলোভা। ধৃতরা প্রত্যেকেই মিজোরামের আইজলের বাসিন্দা।

আধিকারিকদের সাথে ধৃত। নিজস্ব চিত্র

ডিআরআই সূত্রে জানা গিয়েছে যে ইন্দো-মায়ানমার মোরে সীমান্ত দিয়ে ওই সোনা ভারতে প্রবেশ করে। এরপর মিজোরাম থেকে সড়ক পথে শিলচর নিয়ে আসা হয়। সেখান থেকে শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে ওই পাঁচ যুবক কলকাতায় পাচারের উদ্দেশ্যে রওনা দেয়।

এ দিন রাতে এনজেপি স্টেশনে ট্রেন ঢুকতেই স্লিপার ক্লাসের কামরায় অভিযান চালায় ডিআরআই। ধৃত পাঁচ যুবককে হেফাজতে নিয়ে তল্লাশি চালালে প্রত্যেকের কোমরে থাকা বিশেষভাবে তৈরি বেল্টের চেম্বার থেকে সোনার ৫০টি বিস্কুট উদ্ধার হয়। প্রত্যেকটি বিস্কুটের ওজন ১৬৬ গ্রাম। সোনার বিস্কুটগুলি মূলত সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বলে প্রাথমিক অনুমান লালডিনথারা আধিকারিকদের।

ধৃতদের এ দিন শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখছে ডিআরআই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here