মনিরুল হক, কোচবিহারঃ
করোনা ভাইরাস নিয়ে ফের স্বস্তির খবর কোচবিহারে। গতকাল ৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায় কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ। তাঁদের কারুর নমুনাতেই করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গতকাল পর্যন্ত মোট ৮০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরমধ্যে আগেই ২৯ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হওয়ার খবর নেই। এবার এক সাথে ৫১ জনের পাঠানো নমুনাতেও মিলল না করোনা ভাইরাস। এতে খুশি জেলা স্বাস্থ্য দফতর, প্রশাসনিক কর্মকর্তা থেকে সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ ২৭ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী
পাশাপাশি এদিন লকডাউন সফল করার জন্য কোচবিহার জেলার প্রায় সর্বত্রই পুলিশি পাহারা ছিল নজরে পড়ার মত। সকালের দিকে জেলার বিভিন্ন এলাকায় হাট বাজার গুলোতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনা ও কৃষিজাত পণ্য বিক্রির জন্য আসা মানুষের সামাজিক দূরত্ব যেনো বজায় রাখে সেদিকেও নজর দিতে দেখা যায় পুলিশ প্রশাসনকে।
বিভিন্ন ব্যাংকের শাখা, রান্নার গ্যাসের দোকান, রেশন দোকানেও সামাজিক দূরত্ব বজায় রাখতে তৎপর দেখা যায় পুলিশ কর্মীদের। বেলা বাড়তেই শহরাঞ্চলের বিভিন্ন রাস্তায় পুলিশি টহল শুরু হয়। মানুষ যাতে দ্রুত ঘরে ঢুকে যায়, সেব্যাপারেও তৎপরতা দেখা যায় পুলিশের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584