করোনার কৃপায় দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হলেন ৫১ বছরের প্রৌঢ়

0
58

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের দাপটে নাজেহাল দেশবাসী। যতদিন যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। এহেন পরিস্থিতির মধ্যেই করোনার কৃপায় ৩৩ বার পরীক্ষায় ফেল করার পর দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হলেন ৫১ বছর বয়সী এক প্রৌঢ়। কীভাবে? ওই যে কথায় আছে, কারও পৌষমাস তো কারও সর্বনাশ। নাহ্, সর্বনাশ নয় বরং পৌষমাস হয়েই হায়দরাবাদের মহম্মদ নুরউদ্দিনকে কৃপা করলো করোনা।

Mahamad Nuruddin | newsfront.co
মহম্মদ নুরউদ্দিন। সংবাদ চিত্র

করোনা আবহে এসএসসি বা দশম শ্রেণির পরীক্ষা বাতিল করে সমস্ত পরীক্ষার্থীকে পাশ করানোর কথা ঘোষণা করেছে তেলেঙ্গানা বোর্ড। এর জেরেই টানা ৩৩ বছরের চেষ্টার পর অবশেষে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হলেন মহম্মদ নুরউদ্দিন।

১৯৮৭ সালে এসএসসি পরীক্ষায় প্রথমবার বসেন নুরউদ্দিন। কিন্তু ইংরেজিতে তিনি পাশ করতে পারেন নি। তাঁর কথায়, ”ইংরেজি বুঝতে পারতাম না। তখন পরিবারের যা অবস্থা ছিল তাতে টিউশনের ব্যবস্থা করতে পারিনি। প্রত্যেকবার তিরিশের নীচে নম্বর পেতাম”। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি চাকরি করতে চেয়েছিলেন। এ প্রসঙ্গে নুরউদ্দিন বলেন, ”আমি বরাবার চেয়েছিলাম পুলিশ বা প্রতিরক্ষা বিভাগে কাজ করতে। কিন্তু স্বপ্নপূরণ হল না”।

আরও পড়ুনঃ অবশেষে দেশে ফিরল চুরি হওয়া ঐতিহাসিক নটরাজ মূর্তি

বর্তমানে একটি স্কুলে নিরাপত্তারক্ষীর কাজ করেন তিনি। এসএসসি পরীক্ষায় পাশ করার পর এবার সরকারি দফতরে কোনও নীচু পদে কাজ করার ইচ্ছে তাঁর। তবে করোনা আবহে সবাই যখন আতঙ্কে মনমরা তখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বেজায় খুশি মহম্মদ নুরউদ্দিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here