২৪ বছরের জেল রাজধানীর নারী পাচার চক্রের মাথা সোনু পঞ্জাবনের

0
43

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দেহ ব্যবসা করেই পেট চালাত সোনু পঞ্জাবন। রাজধানী দিল্লিতে নারী পাচার চক্রের অন্যতম মাথা সোনুকে বৃহস্পতিবার ২৪ বছরের কারাদণ্ডের সাজা শোনাল আদালত। কারাদণ্ডের পাশাপাশি আদালত ৬৪ হাজার টাকা জরিমানাও করেছে। তার সহযোগী সন্দীপ বেদওয়ালকেও ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দ্বারকা জেল আদালতে এদিন এই মামলার শুনানি ছিল।

Prison | newsfront.co
প্রতীকী চিত্র

বারো বছরের কিশোরীকেও ছাড়েনি সোনু। গীতা অরোরা ওরফে সোনু পঞ্জাবন দেহ ব্যবসায় জোর করে নামিয়ে ছিল এক ১২ বছরের কিশোরীকেও। শুধু মধুচক্র চালানোই নয়, কমবয়সী মেয়েদের অপহরণ, মানব পাচারের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

২০১৯ সালের ১১ সেপ্টেম্বর ১২ বছরের একটি মেয়েকে অপহরণ করে, তারপর তাকে বারবার বিভিন্ন লোকের কাছে বিক্রি করা হয়। দেহ ব্যবসায় নামানোর জন্য সোনু পঞ্জাবনও কিনে নেয় তাকে। দ্বারকার অ্যাডিশনাল সেশনস কোর্টের বিচারক প্রীতম সিংহ বলেছেন, সোনুকে ক্ষমা করার কোনো প্রশ্নই নেই, সব সীমা অতিক্রম করেছে সে। নিজে মহিলা হয়ে এমন ভয়ঙ্করভাবে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের ওপর শারীরিক নির্যাতন সে কীভাবে করাতে পারল। এই কাজের জন্য আইন তাকে কঠোরতম সাজা দেবে।

আরও পড়ুনঃ করোনার জেরে এবার বাতিল নোবেল পুরস্কার বিতরণীর অনুষ্ঠান

আদালত বলেছে, বেআইনি মানুষ পাচারের অপরাধে সোনুকে প্রথম ১৪ বছর জেলের সাজা দেওয়া হল। এরপর ১০ বছর সে জেল খাটবে অপ্রাপ্তবয়স্ককে দেহ ব্যবসায় নামতে বাধ্য করা, দাসবৃত্তি করানো, অপ্রাপ্তবয়স্ককে কেনা ও বিক্রি করা, বিষ দেওয়া, জোর করে বন্দি করে রাখা ও অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য। বেদওয়ালেরও ৬৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি ২০ বছরের জেল হয়েছে অপহরণ, নাবালিকাকে বিক্রি করা ও দেহ ব্যবসায় নামতে বাধ্য করা, দাসবৃত্তি করানো এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য।

আরও পড়ুনঃ বিজ্ঞপ্তি জারি, শেষ পর্যন্ত স্থায়ী কমিশন পাচ্ছেন ভারতীয় মহিলা সেনানীরা

এছাড়া ওই ১২ বছরের বালিকাকে ধর্ষণের জন্যও ১০ বছরের জেল হয়েছে তার। আদালতের নির্দেশ, ওই বালিকাকে ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই ঘটনায় তার শিক্ষাই শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, তার শৈশবও নরক করে দিয়েছে অপরাধীরা। প্রমাণ পাওয়া গিয়েছে, মেয়েটিকে দেহ ব্যবসায় যোগ্য করে তুলতে তাকে আলাদা করে ইঞ্জেকশন দিত সোনু পঞ্জাবন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here