নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ জেলায় নতুন করে আরও ৫৪ জনের করোনা পজিটিভ সংক্রমণ ধরা পড়েছে। গত ২৪ ঘন্টায় জেলার ৮টি ব্লকে সংক্রমণ ধরা পড়েছে। এরমধ্যে ২৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে ইংরেজবাজার পুরসভা এলাকাতেই। ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েতে ১ জন সংক্রমিত হয়েছেন।
গাজোল ব্লকের ৩টি গ্রাম পঞ্চায়েতে ১৫ জন সংক্রমিত হয়েছেন। কালিয়াচক ১ নম্বর ব্লকে ৩জনের সংক্রমণ ধরা পড়েছে। পুরাতন মালদহ পুর এলাকায় সংক্রমিত হয়েছেন ৪ জন ও গ্রামীণ এলাকায় ১জনের পজিটিভ ধরা পড়েছে। কালিয়াচক ৩ নম্বর ব্লক, রতুয়া ১, চাঁচল ১ ও বামনগোলা ব্লকে ১জন করে সংক্রমিত হয়েছেন।
আরও পড়ুনঃ করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে উত্তর দিনাজপুরে
সব মিলিয়ে মালদহ জেলায় মোট করোনা পজিটিভ সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮২৭। এর মধ্যে সুস্থ হয়েছেন প্রায় ১,১০০ জন। অন্যদিকে গাজোলে করোনা আক্রান্তের সংখ্যা সব মিলিয়ে ১০৫। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১জনের। তবে এর আগে যারা আক্রান্ত হয়েছিলেন তারা সকলেই সুস্থ রয়েছেন। গত মঙ্গলবার ৫০ জনের লালার নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ১৭ জনই পজিটিভ।
এদের মধ্যে রয়েছেন ৩ জন গর্ভবতী মহিলা এবং ১জন শিশু রয়েছে। তবে উদ্বেগের বিষয় এটাই যে এই তালিকার মধ্যে রয়েছেন গাজোল হাসপাতাল এবং হাতিমারি হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মী। যার ফলে অন্যান্য চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের মধ্যে যেমন উদ্বেগ এবং আতঙ্ক তৈরি হয়েছে, তেমনি আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যেও৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584