৫৬ শিম্পাঞ্জির মৃত্যু, নতুন ব্যাকটেরিয়ার আশঙ্কা বিজ্ঞানীদের

0
57

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনে টাকুগামা অভয়ারণ্যে রহস্যজনক রোগে প্রায় ৫৬টি শিম্পাঞ্জির মৃত্যু। বিজ্ঞানীদের বক্তব্য, এক নতুন ব্যাকটেরিয়ার জেরে এই ঘটনা। এই নতুন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষেও বিপজ্জনক হতে পারে।

Chimpanzee | newsfront.co
প্রতীকী চিত্র

এতগুলি শিম্পাঞ্জির মৃত্যুর কারণ হিসেবে ইএনজিএস বা এপিজুটিক নিউরোলজিক অ্যান্ড গ্যাস্ট্রোএন্টারটিক সিন্ড্রোম রোগকে চিহ্নিত করা হয়েছে। এই রোগটি শিম্পাঞ্জির মধ্যে স্নায়বিক সমস্যা, বমি এবং ডায়রিয়ার সৃষ্টি করেছিল। বিজ্ঞানীদের চিন্ত্রার বিষয় হলো ২০০৫ সাল থেকে ইএনজিএস এর চিকিৎসা হওয়া সত্ত্বেও টাকুগামা অভয়ারণ্যে এই রোগের জেরে ৫৬টি শিম্পাঞ্জি মারা গেল কিভাবে!

আরও পড়ুনঃ কোনও শান্তি চুক্তি হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র ও তালিবানদের মধ্যে, পাক কূটনীতিকের

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আন্তর্জাতিক গবেষকদের একটি দল ইএনজিএস নিয়ে গবেষণা করে জানিয়েছে, এটি ‘টি সার্সিনা’ সংক্রমণের সঙ্গে যুক্ত। এই বিষয়ে গবেষকদের একটি টিম জানিয়েছে, এটি সম্ভবত সার্সিনার কোনো নতুন এবং জটিল চরিত্র। করোনা ভাইরাস অতিমারীর পর এই নতুন ভাইরাস নিয়ে আতংক ছড়িয়েছে বিশ্বজুড়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here