এই প্রথম সমস্ত রবীন্দ্রসংগীতের কথা, স্বরলিপি, ভিডিও, অনুষ্ঠান সব হাতের মুঠোয়

0
371

দেবলীন দাস: আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ, হৃদস্পন্দনে রবীন্দ্রসংগীত। কিন্তু বিশুদ্ধ রবীন্দ্রসংগীত আজ বিলীয়মান প্রায়, কবির মিনতি ধূলায় লুটায়। “আমার গান যাতে আমার গান ব’লে মনে হয় এইটি তোমরা কোরো। আরো হাজারো গান হয়তো আছে—তাদের মাটি করে দাও-না, আমার দুঃখ নেই। কিন্তু তোমাদের কাছে আমার মিনতি—তোমাদের গান যেন আমার গানের কাছাকাছি হয়, যেন শুনে আমিও আমার গান বলে চিনতে পারি। এখন এমন হয় যে, আমার গান শুনে নিজের গান কিনা বুঝতে পারি না। মনে হয় কথাটা যেন আমার, সুরটা যেন নয়। নিজে রচনা করলুম, পরের মুখে নষ্ট হচ্ছে, এ যেন অসহ্য। মেয়েকে অপাত্রে দিলে যেমন সব-কিছু সইতে হয়, এও যেন আমার পক্ষে সেই রকম।” রবীন্দ্রনাথ ঠাকুর [ ‘অভিভাষণ ৪’ ]

আমরা কি একান্তই পারি না কবির ইচ্ছা কে বিনম্র সম্মান জানাতে? আমরা কি পারি না স্বরবিতান অনুসারে গান গাইতে? আমাদের সমস্যাটা কোথায়? বিশ্বভারতী রবীন্দ্র গবেষণা কেন্দ্রে গবেষণারত ছাত্রী দেবশ্রী দাস এর সাথে কথা বলে জানতে পারলাম –

· প্রায় ২২০০ রবীন্দ্রসংগীত আপনি এক সাথে গীতবিতান এ পাবেন কিন্তু এর জন্য স্বরবিতান আছে ৬৪ টি। অতএব প্রয়োজন এর সময় দ্রুত একটি রবীন্দ্রসংগীতের স্বরলিপি খুঁজে পাওয়া অসুবিধাজনক ।

· স্বরবিতান বইগুলি সবসময় সব জায়গাতে বিশেষত কলকাতা ব্যতীত ভারতের অন্যান্য প্রান্তে ও বিদেশে পাওয়া দুর্লভ।

আমরা চেষ্টা করলাম সমাধান খুঁজতে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম বিশ্বভারতী এর গবেষণারত ছাত্র ছাত্রীদের উদ্যোগে ও মিউজিকুল এর পরিবেশনায় সমস্ত স্বরলিপি নিয়ে তৈরি হল রবীন্দ্রসংগীত স্বরবিতান মোবাইল অ্যাপ। আপনি পাবেন সমস্ত রবীন্দ্রসংগীতের কথা, স্বরলিপি, স্টাফ নোটেশন, প্রাসঙ্গিক তথ্য, অডিও ও ভিডিও লিঙ্কস, রবীন্দ্রনাথের সংগীতচিন্তা, কাল্পঞ্জিকা এবং রবীন্দ্রসংগীত অনুষ্ঠান। সকল রবীন্দ্রসংগীত অনুরাগী, ছাত্র ছাত্রী, শিক্ষক, শিল্পী যারা বিশুদ্ধ রবীন্দ্রসংগীত শুনতে, শিখতে, পরিবেশন, ও প্রচার করতে চান তারা এই অ্যাপ টি ব্যাবহার করতে পারেন।

আমাদের সকলের জীবনে রবীন্দ্রনাথের অবদান অসীম। সত্যজিৎ রায় এর নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপর নির্মিত তথ্যচিত্র থেকে একটি সংলাপ উদ্ধৃত করছি – “On the 7th of August, 1941, in the city of Calcutta, a man died. His mortal remains perished, but he left behind him, a heritage which no fire could consume. It is a heritage of words and music and poetry, of ideas and of ideals, and it has the power to move us, to inspire us, today and in the days to come.”

জীবন মরণের সীমানা ছাড়িয়ে হৃদয়ের রবি ঠাকুর কে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি ‘রবীন্দ্রসংগীত স্বরবিতান’। আমরা চাই রবীন্দ্রনাথের চিন্তা, চেতনা, আদর্শ, ও প্রেম, প্রীতি, ভালবাসা রবীন্দ্রসংগীত এর মাধ্যমে বিশ্বময় সকলের কাছে আরও বেশী করে পৌঁছে দিতে। এই উদ্যোগে বিনীতভাবে আপনার সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদান্তে
রবীন্দ্রসংগীত স্বরবিতান

Mob: 9051639795, email: admin@musicool.in, Website: www.tagoresong.com

Download App here 

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here