নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
কোলাঘাটে ৬ জন করোনা আক্রান্ত। সোমবার স্বাস্থ্য দফতর সূত্রে এই খবরই পাওয়া গেছে।
করোনা ভাইরাস ধীরে ধীরে গ্রাস করছে গোটা রাজ্যকে। হু হু করে বাড়ছে সংক্রমণের সংখ্যা। একের পর এক এলাকা সিল করে দেওয়া হয়। এলাকা সুরক্ষিত রাখার লক্ষ্যে প্রশাসনিক উদ্যোগ সত্ত্বেও সোমবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ৬ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়।
আরও পড়ুনঃ করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে পশ্চিম মেদিনীপুরে
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের উপসর্গ সহ একাধিক শারীরিক অসুস্থতায় ভুগতে থাকে ওই ৬ জন। অবশেষে ওই ছয়জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। অবশেষে এদিন সকালে তাদের রিপোর্টে পজিটিভ লক্ষ্য করা যায়।
এরপর স্বাস্থ্য দফতরের তৎপরতায় ওই ৬ জনের মধ্যে কয়েকজনকে পাঁশকুড়া বড়মা হাসপাতলে নিয়ে যাওয়া হয়। বাকিদের তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর গোটা এলাকা সিল করে দেয় প্রশাসন। স্বাস্থ্য দফতর থেকে এই ভাইরাস সম্মন্ধে এলাকার মানুষকে সচেতন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584