দক্ষিণ দিনাজপুরে নতুন করে আক্রান্ত আরও ৬০

0
56

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা রাজ্যে হানা দেওয়ার সময়ে প্রায় দুমাসের উপর দক্ষিণ দিনাজপুর জেলা গ্রীন জোনে থাকলেও এখন দ্রুততার সাথে আক্রান্তের সংখ্যা হাজারের দিকে এগিয়ে চলেছে। গ্রীন জোন থেকে করোনা আক্রান্ত জেলা হিসেবে ঢুকে পড়ার সময় প্রথমে ৩ জনের দেহে সংক্রমণের হদিস মিললেও আজ তার সংখ্যা প্রায় ৯০০ ছাড়িয়ে গেছে।

balurghat | newsfront.co
নিজস্ব চিত্র

সব চেয়ে বড় কথা এই বিপুল সংখ্যক আক্রান্তদের মধ্যে অধিকাংশের কোন পূর্বের ভ্রমণের ইতিহাস নেই। এমনকি এদের মধ্যে বেশির ভাগ জন অ্যাসিম্পটোমেটিক্ বলে জানা গেছে। দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে আজ আরও ৬০ জনের শরীরে করোনা সংক্রমণের হদিস মিলেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, গত ২১ ও ২২ জুলাই আক্রান্তদের লালা রসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজের ভিআরডিএলে পাঠানো হয়েছিল।

আরও পড়ুনঃ মালদহে আক্রান্ত আরও ৫৪

বৃহস্পতিবার রাতে রিপোর্ট এলে দেখা যায়, এদের মধ্যে ৬০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে । এই ৬০ জনকে নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯১১ জন। অবশ্য ইতিমধ্যেই আক্রান্তদের মধ্যে ৪৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও জেলার সেফ হোম ও কোভিড হাসপাতাল গুলিতে প্রায় ৫০০ জনের কাছাকাছি আক্রান্তরা চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে এদিনের আক্রান্তদের মধ্যে জেলা সদর শহর বালুরঘাটেই সংক্রমিত হয়েছেন ২৭ জন। এর মধ্যে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের ৫জন কর্মী সংক্রমিত হয়েছেন।এছাড়াও বালুরঘাট গ্রামীণ এলাকায় ৮ জন, কুমারগঞ্জ ১১ জন, তপনে ৩ জন, হিলিতে ৭ জন, হরিরামপুরে ২ জন ও গঙ্গারামপুরে ২ জন সংক্রমিত হয়েছেন।

আরও পড়ুনঃ করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে উত্তর দিনাজপুরে

স্বাস্থ্য দপ্তর সুত্রে আরও জানা গেছে বালুরঘাট ব্লকের রাধানগরে ২ জন,বিজয়শ্রী, চিঙ্গিশপুর, কামারপাড়া, রঘুনাথপুর, মাহিনগর, বিদয়পুরে ১ জন করে সংক্রমিত হয়েছেন। হরিরামপুরের পুন্ডরীতে ২ জন গঙ্গারামপুরের প্রাণ সাগর ও গঙ্গারামপুরে ১ জন করে, কুমারগঞ্জের সাফানগরে ৮ জন, কুমারগঞ্জ, কুলহরি, কুমারগঞ্জ গ্রামীন হাসপাতালে ১জন করে সংক্রমিত হয়েছেন। হিলি ব্লকের ধারান্দাযে ৫জন, সুপারি পট্টি ও ফতেপুরে ১ জন করে সংক্রমিত হয়েছেন। তপনের করদহতে ২জন ও ফুলবাড়ীতে সংক্রমিত হয়েছে ১জন।

জেলা স্বাস্থ্য দফতর দ্রুততার সাথে আক্রান্তদের জেলার সেফ হোম ও কোভিড হাসপাতালে নিয়ে আসার কাজ চালাচ্ছে। এদিকে আজ থেকেই বালুরঘাটে থাকা যুব দপ্তরের যুব হোস্টেলকে নতুন কোভিড হাসপাতাল করা হচ্ছে। সম্ভবত এই আক্রান্তদের সেখানে এনে চিকিৎসার ব্যবস্থা করা হবে। সব চেয়ে বড় কথা আক্রান্তদের মানসিক অবসাদ কাটিয়ে তোলার জন্য ঘরোয়া খেলাধুলো যেমন লুডো, ক্যারম সহ অনান্য খেলার ব্যবস্থার পাশাপাশি বেশ কয়েকটি টিভি লাগিয়ে তাদের মানসিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here