চোখের পলকে দিন মজুর থেকে ঝাঁ চকচকে মডেল, পাল্টে গেল কেরালার মাম্মিকার জীবন

0
333

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

দারিদ্রে পরনের জামা কাপড়ের রঙ ফিকে হয়ে গেলেও এক নিমেষেই পাল্টে যেতে পারে জীবনের রঙ- তাই হাল ছাড়লে চলবে না। কোঝিকোড়ের এক দিনমজুর মাম্মিক্কি-র সাথে ঠিক এমনটাই হল তাও আবার প্রৌঢ়ত্বে পৌঁছে। রঙ চটে যাওয়া শার্ট-লুঙ্গির বদলে ঝকঝকে স্যুট, হাতে আইপ্যাড নিয়ে এখন পোজ দিচ্ছেন মডেল মাম্মিক্কা।

Mammika turns model
ছবিঃ ইন্সটাগ্রাম

কোঝিকোড়ের বাসিন্দা, পেশায় দিন মজুর , মাম্মিক্কা, বয়স প্রায় ৬০, বহুবার কাচার ফলে জীর্ণ, রঙ ফিকে হয়ে যাওয়া একটা শার্ট আর লুঙ্গি পরে ঘোরেন; তিনিই একদিন ফ্যাশন ফটোগ্রাফার শারিক ভায়ালিলের নজরে পড়ে গিয়ে আজ হয়ে গিয়েছেন বিখ্যাত এক মডেল।

মাম্মিক্কা একদিন দিনমজুর হিসাবেই কাজ করছিলেন সেসময় লক্ষ্য করেন ফ্যাশন ফটোগ্রাফার শারিক। দেখেন মাম্মিক্কা-র চেহারার সঙ্গে অদ্ভুত সাদৃশ্য রয়েছে অভিনেতা ভিনয়াকানের। মাম্মিক্কা-র একটি ছবি শারিক পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় – আর ভাইরাল হয়ে যায় ছবিটি। ব্যাস, তারপরেই ভাগ্যের দরজা খুলে যায় এই দিনমজুর মাম্মিক্কা-র । হয়ে গেল তাঁর ‘সুটেড-বুটেড’ মেক ওভার- শারিকের সাম্প্রতিক কাজটি ছিল এক স্থানীয় সংস্থার জন্য প্রোমশনাল ফটোশুট। সেখানেই মাম্মিক্কা-কে দেখা গেল ঝাঁ চকচকে স্যুট পরে হাতে আইপ্যাড নিয়ে পোজ দিতে।

এই ফটোশুটের জন্য মাম্মিক্কা-র মেক-আপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন মাজনাস, আর মেক-আপ অ্যাসিস্ট্যান্ট ছিলেন আশিক ফুয়াদ ও শাবিব ভায়ালিল। এখন মাম্মিক্কা-র একটি ইন্সটাগ্রাম পেজ রয়েছে যাতে তাঁর আগের ছবি ও মেক ওভারের ছবি দুইই পোস্ট করেছেন তিনি। কোঝিকোড়ের যেখানে তাঁর বাড়ি, কোদিভাল্লির সেই ভেনাক্কাড় এলাকায় মাম্মিক্কা এখন ‘হিরো’। স্বাভাবিকভাবেই জীবনের এই নতুন দিকের সাফল্যে মাম্মিক্কা খুবই খুশী, জানিয়েছেন নিজের পুরনো পেশার পাশাপাশি মডেলিং-এর আরও কাজ পেলে অবশ্যই করবেন।

আরও পড়ুনঃ আসছে অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’, বলিউডে ডেবিউ প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here