গ্র্যামি মঞ্চে নতুন কাহিনী রচনা বিলি ইলিসের, পাঁচ বিভাগে শীর্ষে অষ্টাদশী তরুণী

0
79

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সঙ্গীত জগতের আন্তর্জাতিক স্তরে সবচেয়ে সম্মানযোগ্য পুরস্কার হল গ্র্যামি। এ দিন ৬২ তম গ্র্যামি মঞ্চে একাধিক বিভাগে পুরস্কৃত হলেন ১৮ বছর বয়সী বিলি ইলিস। ১৮ বছরের বয়সেই এই তরুণী বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ‘নাইটে’ ছিনিয়ে নিল বর্ষসেরা অ্যালবাম, বর্ষসেরা গান, বর্ষসেরা রেকর্ড এবং সেরা নবাগত শিল্পীর পুরস্কার।

গ্র্যামি জেতার পর মঞ্চে বিলি ইলিস। চিত্র সৌজন্যঃ গ্র্যামি ডট কম

গ্র্যামির মঞ্চে সবচেয়ে অল্প বয়সী শিল্পী হিসাবে সেরা তিন পুরস্কার জিতে যেমন ইতিহাস লিখলেন এই তরুণী, তবে এই ব্যাপারে তিনিও খানিক হতবাক। বিলি জানান, দারুণ অনুভূত করছেন তিনি। অনেক গানই এই সম্মানের যোগ্য। আমি সত্যি ভাগ্যবান যে আমি এই স্থানে দাঁড়িয়ে রয়েছি। আপনাদের দেখেই আমি বড় হয়েছি।

বিলি ইলিস ও ভাই ফিনিয়াস ও’কনেল। চিত্র সৌজন্যঃ রয়টার্স

‘হোয়েন উই ফল অ্যাস্লিপ, হোয়ার ডু উই গো’(২০১৯)-এই অ্যালবামটির জন্যই সেরা সম্মানে ভূষিত হয়েছেন বিলি ইলিস। এই অ্যালবামটি বিলির স্টুডিও ডেবিউ অ্যালবাম, যা মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। লন্ডনেও এই অ্যালবামটি এক নম্বরে রয়েছে। এছাড়াও বিলির জনপ্রিয় ‘বিলবোর্ড টপ ১০০’ অ্যালবামে যে সিঙ্গেলসগুলি তালিকার প্রথমের দিকে আসে, সেগুলি হল, ‘হোয়েন দ্য পার্টি ইজ ওভার’, ‘বাড়ি আ ফ্রেন্ড’, ‘উইশ ইউ ওয়্যার গে’, ‘জ্যানি’, ‘এভরিথিং আই ওয়ান্টেড’ বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়া এই তালিকায় থাকা ‘ব্যাড গাই’ গানটি আমেরিকায় সিঙ্গেলস-এর মধ্যে শীর্ষে রয়েছে।

এ দিন স্ট্যাপলেস সেন্টারে বসেছিল গ্র্যামি পুরস্কারের আসর। গ্র্যামির মঞ্চে বিলি ও তাঁর দাদা ফিনিআস মোট ১১ পুরস্কার ছিনিয়ে নিয়েছে। ফিনিআস, বিলির অ্যালবমের যৌথ গীতিকার, প্রযোজক এবং মিউজিক ইঞ্জিয়ারের ভূমিকায় কাজ করেন। এ দিন মোট ৬টি পুরস্কার জিতে নেন তিনিও। এছাড়াও অন্যান্য শিল্পীরা অন্যান্য বিভাগে পুরস্কৃত হয়েছে, যার মধ্যে মোট আটটি বিভাগে মনোনীত শিল্পী লিজ্জো জিতেছেন তিনটি পুরস্কার।। বর্ষসেরা আরবান কন্টেমপোরারি অ্যালবাম-সহ সেরা সোলোর পুরস্কার জিতেছেন লিজ্জো। এক নজরে দেখে নিই এই বছরের গ্র্যামি পুরস্কারপ্রাপ্তদের—

বর্ষসেরা অ্যালবাম – হোয়েন উই ফল অ্যা স্লিপ, হোয়ার ডু উই গো (বিলি ইলিস)
বর্ষসেরা রেকর্ড – ব্যাড গাই (বিলি ইলিস)
বর্ষসেরা গান – ব্যাড গাই (বিলি ইলিস)
বর্ষসেরা নবাগত শিল্পী – বিলি ইলিস
বর্ষসেরা সোলো পপ শিল্পী – ট্রুথ হার্টস (লিজ্জো)
বর্ষসেরা ডুয়েট/গ্রুপ পারফরম্যান্স – লিল নাস এক্স ফিচারিং বিলি রে সাইরাস
বর্ষসেরা পপ ভোকাল – হোয়েন উই ফল অ্যা স্লিপ, হোয়ার ডু উই গো (বিলি ইলিস)
বর্ষসেরা ট্র্যাডিশনাল পপ শিল্পী – লুক নাউ (এলভিস কস্টেলো অ্যান্ড দ্য ইমপোস্টারস)
বর্ষসেরা কমেডি অ্যালবাম – স্টিকস অ্যান্ড স্টোনস (ডেইভ চাপ্পিল্লি)
বর্ষসেরা রক অ্যালবাম – সোশ্যাল কুইস (কেইজ দ্য এলিফ্যান্ট)
বর্ষসেরা রক পারফরম্যান্স – দিস ল্যান্ড/গ্যারি ক্লার্ক জুনিয়র
বর্ষসেরা রক গান – দিজ ল্যান্ড (গ্যারি ক্লার্ক)
বর্ষসেরা অল্টারনেটিভ মিউজিক – ফাদার অব দ্য ব্রাইড/ভ্যাম্পায়ার উইকএন্ড

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here