শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মেরে কেটে মাত্র ২৩ দিন! তার মধ্যেই একরত্তি শিশুর কাছে পরাজিত হয়ে হার মানতে বাধ্য হল করোনাভাইরাস। যা রীতিমতো মিরাকেল বলে দাবি চিকিৎসকদের। আপাতত সম্পূর্ণ সুস্থ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের একরত্তি দেশের সর্বকনিষ্ঠ করোনাজয়ী শিশু মেঘলা।
প্রসঙ্গত, কাঁথির বাসিন্দা ওই শিশুর ২০ জুলাই থেকে জ্বর, শ্বাসকষ্ট শুরু হলে ২৮ জুলাই কোলের শিশুকে নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথির বাড়ি থেকে পার্ক সার্কাসের শিশু হাসপাতালে হাজির হন মা-বাবা। হাসপাতালে ভর্তি হওয়ার সময় শিশুটির বয়স ছিল মাত্র ৪০ দিন। ২৯ জুলাই করোনা টেস্ট করানো হলে দেখা যায়, শিশুটি করোনা পজিটিভ। শিশুটিকে বাঁচানোর জন্য জীবনপণ চ্যালেঞ্জ নেন চিকিৎসকরা।
আরও পড়ুনঃ কোভিডের সরঞ্জাম কেনায় দুর্নীতির স্বচ্ছ তদন্তে শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের
এদিকে পরিস্থিতির অবনতি হওয়ায় বাচ্চাটিকে দিতে হয় ভেন্টিলেশনে। ৮ দিন ভেন্টিলেশনে থেকেও দেহের অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলে শিশুটিকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার চিন্তাভাবনা শুরু হয়।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত পুলিশ আধিকারিকের মৃত্যু
কিন্তু ঝুঁকি থাকায় এবং শিশুটির মা রাজি না থাকায় তা শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। শিশুটিকে উপর করে রেখে অক্সিজেনের মাত্রা বাড়ানোর চেষ্টা করা হয় এবং এই পদ্ধতিটি সফলতা আসে। অবশেষে গত ১৯ আগস্ট বাচ্চাটির করোনা রিপোর্ট নেগেটিভ আসে। আর তারপরেই যুদ্ধজয়ী হাসি ফোটে চিকিৎসকদের মুখে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584