শ্যামল রায়,পূর্ব বর্ধমানঃ
পূর্ব বর্ধমান জেলা জুড়ে নতুন ভোটারদের আবেদন পত্র নেওয়া হয়েছিল।বিশেষ সূত্রে খবর এ পর্যন্ত জেলায় নতুন ভোটারদের জন্য আবেদন পত্র জমা পড়েছে ৬৫ হাজার।
আরো জানা গিয়েছে যে ইভিএম চেকিং শুরু হবে আগামী ১০ নভেম্বর থেকে।
সংশোধন সংযোজন বিয়োজনের জন্য আবেদন পত্র সংখ্যা ৯৫ হাজার।
গত পয়লা সেপ্টেম্বর থেকে ভোটার তালিকা সংযোজন সংশোধন অভিযোজনের কাজ শুরু হয়েছিল এবং শেষ হয়ে গিয়েছে।
জেলায় এখন পর্যন্ত পনেরো হাজার ইভিএম হায়দ্রাবাদ থেকে এসেছে।
আরও জানা গিয়েছে যে,পূর্ব বর্ধমান জেলায় মোট বুথের সংখ্যা ৪,৪৫৬টি।
প্রতিটি বুথে একজন করে বি এল এবং ডি ও ভোটার তালিকা সংশোধন কাজ করে যাবেন।
লোকসভা ভোটের জন্য পূর্ব বর্ধমান জেলায় ইভিএম চলে এসেছে। দশই নভেম্বর থেকে চেকিং শুরু হয়ে যাবে। সমস্ত রাজনৈতিক দলকে ডেকে ইভিএম চেকিং অংশ নিতে আবেদন করা হবে বলে অতিরিক্ত জেলা শাসক সাধারণ অরিন্দম নিয়োগী জানিয়ে দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584