ওয়েবডেস্কঃ
বুধবার এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় নেপালের পর্যটন মন্ত্রী রবীন্দ্র অধিকারী সহ মোট সাতজনের মৃত্যু হলো ।
বিশ্বের অন্যতম বিপদজ্জনক ও দুর্ঘটনা প্রবণ রানওয়ে হলো নেপাল । এর আগে ছোটো বড়ো সমস্যার মধ্যে পড়তে হয়েছে অনেক বিমান চালককেই।সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর ,আজ নেপালে এই দুর্ঘটনায় পর্যটন মন্ত্রী রবীন্দ্র অধিকারী ছাড়াও আরও যে ছয়জন মারা গেলেন তাদের মধ্যে রয়েছেন নেপালের সিভিল অ্যাভিয়েশন অথরিটির ডেপুটি ডিরেক্টর জেনারেল বীরেন্দ্র প্রসাদ শ্রেষ্ঠা ,নেপালের খ্যাতনামা শিল্পপতি অ্যাং শেরিং শেরপা, প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহায়ক যুবরাজ দাহাল,একজন পর্যটন আধিকারিক , একজন দেহরক্ষী ও পাইলট ।
নেপালের তেহরাতুম জেলায় এই কপ্টার দুর্ঘটনা পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে প্রচুর ধোয়া বেরোতে দেখে পুলিশে খবর দেয় ।
দুর্ঘটনার পরই নেপালের বর্তমান প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ শর্মা মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক করেন । প্রাথমিক ভাবে এটি একটু দুর্ঘটনা বলে মনে হলেও অন্যকোন কারণ রয়েছে কিনা খতিয়ে দেখছে নেপালের তদন্তকারী দল ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584