মিলন মোড় রাজপাড়া থেকে তাজা বোমা উদ্ধার

0
40

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগণাঃ

ঢোলাহাট থানা এক বড়ো সড়ো সাফল‌্য অর্জন করল। অঘটন ঘটার আগেই মিলন মোড় রাজপাড়ায় ১ যুবকের বাড়ি থেকে দু’টি তাজা বোমা সহ একটি ক্যাসেট বোমা উদ্ধার ক‌রল পু‌লিশ । বোমা‌গুলিকে নিষ্ক্রিয় করা হ‌য়েছে।অ‌ভি‌যোগ ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের মিলন মোড় সংলগ্ন রাজপাড়ার মোহাম্মদ ফিরোজ রাজ নামে বছর ত্রিশের এক যুবক এলাকার এক প্রতিবেশীর সঙ্গে গন্ডগোলের জেরে বোমা মারতে উদ্যত হয়।

bomb | newsfront.co
উদ্ধার করা বোমা ৷ নিজস্ব চিত্র

পালিয়ে গিয়ে কোন রকমে প্রাণে বেঁচে যায় ওই ব্যক্তি ৷ পরে ঢোলাহাট থানায় ফোন করে ঘটনাটি জানায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঢোলাহাট থানার পুলিশ এসে ঐ যুবকের বাড়িতে হানা দেয়।কিন্তু বাড়ির মধ্যে কিছু না পেয়ে সবাই যখন চলে যেতে ব্যস্ত তখন ওই থানার এক অফিসার বুদ্ধি করে রান্নাঘরে কাঠের ভিতরে খোঁজাখুঁজি শুরু করে। সেখান থেকেই একটি কৌটোর ভিতরে দেখতে পান দুটি তাজা বোমা ( পেটো) এবং একটি ক্যাসেট বোমা। সঙ্গে সঙ্গে ড্রামে জল নিয়ে বোমা দুটি তার মধ্যে দিয়ে দেওয়া হয় ৷ সেই কাঠের স্তূপের পাশে বসেই উনুনে রান্না করছিলো অভিযুক্ত ব্যক্তির স্ত্রী। পুলিশ সেখান থেকে বোমা গুলি উদ্ধার করে জলের মধ্যে ভিজিয়ে থানাতে নিয়ে যায়৷ যদিও অভিযুক্ত পলাতক।

police | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগকারী যুবকের কাছ থেকে জানা গেছে গত রাতে ফেরিঘাট সংলগ্ন এলাকায় তার ফিসারিতে চুরি হয় সেই মত সেই এলাকায় এসে চুরির ঘটনা বলতে থাকে তখন ফিরোজ রাজ নামের ওই যুবক তার কথা ধরে এবং দুজনের মধ্যে গন্ডগোল বাধে ৷ ফিরোজ ছুটে গিয়ে বাড়ি থেকে বোমা আনতে যায় অবস্থা বুঝে অভিযোগকারী ওই যুবক পালিয়ে যায় এবং থানাতে ফোন করে।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে ডাকাতির আগেই ধৃত ৫ দুষ্কৃতী

অভিযুক্তের স্ত্রী জানান প্রতিবেশী ভাইএর সঙ্গে স্বামীর গণ্ডগোল হয়েছিল তবে বোমা কি করে কাঠের ভিতর এলো সে বিষয়ে তিনি কিছু জানেন না। তবে এই বোমা উদ্ধার করায় ঢোলাহাট থানার পুলিশকে এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here