ফের ঘোষিত লকডাউন এড়াতে প্যারিসের রাস্তায় ৭০০কিমি ট্র্যাফিক জ্যাম

0
174

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ফ্রান্সে ক্রমান্বয়ে বাড়ছে করোনা সংক্রমণ, জারি হয়েছে লকডাউন। তার আগে প্যারিস ছেড়ে পালাচ্ছেন মানুষ জন আর তার ফলেই তৈরি হল ৭০০কিলোমিটার দীর্ঘ ট্র্যাফিক জ্যাম। ফ্রান্সের করোনা সংক্রমণ ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, বুধবার দেশে ৩৪ হাজার জন নতুন করে আক্রান্ত হওয়ার পর রাতে জরুরি বৈঠকে বসেন মাক্রোঁ।

Paris Traffic jam | newsfront.co
পুনরায় ঘোষিত লকডাউন এড়াতে ফ্রান্সের রাজধানীতে দীর্ঘ ট্রাফিক জ্যাম। ছবিঃ সিএনএন

আলোচনা শেষে জরুরি ভিত্তিতে লকডাউনের কথা ঘোষণা করেন। নতুন বিধি ও বিশদ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট, দেশবাসীর কাছে তাঁর অনুরোধ, সকলে যাতে নিয়ম মেনে চলেন। গত শুক্রবার থেকে জারি হয়েছে ওই লকডাউন। চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।

ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, স্কুল, কাজ এবং চিকিৎসার প্রয়োজনে মানুষ বাড়ির বাইরে বেরতে পারবেন। নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্যও বাড়ি থেকে বেরোনো যাবে। বাড়ি থেকে বেরলেই প্রশাসনকে তার কারণ জানাতে হবে।

আরও পড়ুনঃ জীবনের মূল্যে ট্রাম্পের নির্বাচনী র‍্যালি, দাবি সমীক্ষায়

এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াত করা সম্পূর্ণ নিষিদ্ধ, প্রতিটি সীমানা সিল করে দেওয়া হয়েছে। বার, রেস্তোরাঁ সম্পূর্ণ বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকছে। স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ক্লাস অনলাইনে করাতে হবে।

আরও পড়ুনঃ ফের লকডাউন ঘোষণা ব্রিটেনে

খুব প্রয়োজন না হলে বাড়িতে বসেই অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দিনে এক ঘণ্টার জন্য বাড়ির বাইরে এক্সারসাইজ করতে যাওয়া যাবে। ঘোষণা অনুযায়ী, ১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। তারপর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে ফ্রান্সে দৈনিক গড়ে করোনা আক্রান্ত হচ্ছেন ৫০ হাজার মানুষ। শুধু ফ্রান্সই নয়, ইউরোপের অন্যান্য দেশের অবস্থাও প্রায় একই। বেলজিয়ামে প্রতি এক লাখ মানুষের মধ্যে দৈনিক করোনা আক্রান্ত হচ্ছে ১৫০ জন। গত লকডাউনে এই সংখ্যা ছিল ৬২।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here