নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। জেলায় সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৭২৬ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪৪ জন। বর্তমানে ২৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারা গিয়েছে ১২ জন।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চন্দ্রকোনা এক নম্বর ব্লক ও কেশিয়াড়ী ব্লকের বিডিও করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। জেলা পুলিশ ও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। সেইসঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলা ও মুখে মাস্ক ব্যবহার করার আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুনঃ মালদহে ফের ২ দিনের জন্য বাড়ল লক ডাউনের মেয়াদ
যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে জেলায় করোনা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার দাসপুর, ঘাটাল, মেদিনীপুর, খড়গপুর, কেশিয়াড়ি এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। তাই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584