নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আবারও কংগ্রেসে যোগদান মুর্শিদাবাদের জলঙ্গিতে। এই নিয়ে মোট তিনবার যোগদান হল এক মাসের মধ্যে সামনে বিধানসভা নির্বাচন তার আগেই দলকে চাঙ্গা করতে মরিয়া সমস্ত রাজনৈতিক মহল।
বিধানসভা নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতে পিছিয়ে নেই কংগ্রেস। তারই ফল আজকের এই যোগদান।
বিগত লোকসভা নির্বাচনে জলঙ্গিতে দ্বিতীয় স্থান অধিকার করে কংগ্রেস। তারপর থেকেই বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে, জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা জলঙ্গির সমস্ত অঞ্চলে জনসংযোগ বাড়িয়েছেন।
আরও পড়ুনঃ গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল তৃণমূলের কিষাণ ক্ষেত মজুর কমিটির কর্মীসভা
ইতিমধ্যেই তার প্রমাণ দিয়েছে কংগ্রেসের যোগদান সভা। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে, জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার হাত ধরে প্রথমে খয়রামারি অঞ্চলে, তারপর জলঙ্গি ও আজ সাহেবনগর অঞ্চলে মোট ৭৩ জন বিভিন্ন দল থেকে কংগ্রেসে যোগদান করলেন।
আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সহ-সভাপতি ইউসুফ আলি বিশ্বাস, জলঙ্গি ব্লক কংগ্রেস কমিটির সদস্য সহ সাহেবনগর অঞ্চল কংগ্রেস কমিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584