জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা কংগ্রেসের

0
156

গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ

congress party | newsfront.co
নিজস্ব চিত্র

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জলপাইগুড়ি জেলায় পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত সাংবাদিক সম্মেলন করে জানান জেলায় পূর্ণাঙ্গ কংগ্রেস কমিটি আজ ঘোষণা করা হল।

জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগামী ২৮শে ফেব্রুয়ারি ব্রিগেডে ২০০ জন কর্মী যেমন জলপাইগুড়ি জেলা থেকে যাবেন। তার পাশাপাশি ৮ ই মার্চ জলপাইগুড়ি জেলা শহরে বিরাট কর্মীসভা করতে চলেছে জলপাইগুড়ি জেলা কংগ্রেস। মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এই সমাবেশ হবে।

congress member | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ভগবানগোলা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ডেপুটেশন পিএমপিএআই সংগঠনের

জলপাইগুড়ি শহরে জমায়েত হয়ে একটি বিরাট মিছিল শহর পরিক্রমা করবে তারপর সমাজপাড়া মোড়ে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেবেন কংগ্রেস কর্মীরা বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত। তিনি বলেন জেলা সভাপতির পদে আসীন হবার তিন মাসের মধ্যেই তিনি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে সক্ষম হয়েছেন। জলপাইগুড়ি জেলার ব্লক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের ৩১২টি অঞ্চল কমিটি ঘোষণা করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here