কোয়ারেন্টাইনে পাঠানো চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ৭৪ জনের রিপোর্ট নেগেটিভ, স্বস্তি এনআরএসে

0
36

শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ

করোনা রোগীকে প্রথমে না জেনে জেনারেল এবং সিসিউতে রেখেছিলেন এনআরএসের চিকিৎসকরা। মারা যাওয়ার পর ওই রোগী করোনা পজিটিভ জানতে পেরে গোটা হাসপাতালের ৮১ জন চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীকে পাঠানো হয়েছিল কোয়ারেন্টাইনে। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই মিলল স্বস্তি।

corona negative | newsfront.co
প্রতীকী চিত্র

পরীক্ষা হওয়া ৭৪ জন স্বাস্থ্যকর্মীরই এদিন রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। বাকিদের রিপোর্টও বৃহস্পতিবারের মধ্যেই জানা যাবে।তাই আপাতত বিপদমুক্ত কোয়ারেন্টাইনে পাঠানো এনআরএস-এর ৩৯ জন চিকিৎসক, ১৬ জন নার্স এবং ১৯ জন স্বাস্থ্যকর্মী।

জানা গিয়েছে, তাঁদের থেকে সংগৃহীত লালারসের রিপোর্ট নেগেটিভ। এখন ১৪ দিনের মধ্যে ফের আরেকবার নমুনা পরীক্ষা করে দেখা হবে। তখনও নোভেল করোনাভাইরাসের রিপোর্ট নেগেটিভ এলে তাদের কাজে যোগ দিতে কোনও বাধা থাকবে না।

উল্লেখ্য, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান স্টাফ মিলিয়ে মোট ৮১ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে ৩০ জনের নমুনার রিপোর্ট মঙ্গলবার নেগেটিভ এসেছিল। বুধবার আরও ৪৪ জনের রিপোর্ট নেগেটিভ এল। রিপোর্ট বাকি রয়েছে আর ৭ জনের।

প্রসঙ্গত, শনিবার এনআরএস হাসপাতালে মৃত্যু হয় নোভেল করোনাভাইরাস আক্রান্ত এক ব্যক্তির। হিমোফিলিয়া আক্রান্ত ওই ব্যক্তিকে প্রথমে জেনারেল ওয়ার্ডে এবং পরে তাঁকে সিসিইউতে রাখা হয়। তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্টে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ আসতেই হাসপাতাল জুড়ে আতঙ্ক পড়ে যায়।

হাসপাতালের অধ্যক্ষ, সুপার, চিকিৎসক, নার্স, জুনিয়র ডাক্তার, ইন্টার্ন সবাইকেই কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। নজরে রাখা হয় স্বাস্থ্যকর্মীদেরও। ৪৮ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের পরিষেবা। তবে রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে সকলেই।

অন্যদিকে সূত্রের খবর, করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন আরও তিন জন। বুধবারই তাঁরা বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here