কবির হোসেন, মুর্শিদাবাদঃ
৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে নানা অনুষ্ঠান। সেইমত আজ ১৫ ই আগস্ট রবিবার স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সালার যুব তৃণমূল কংগ্রেস নেতা আনোয়ারুল ইসলাম ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরা।
এদিন সালার বিধায়ক কার্য্যালয়ে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন ও প্রভাতফেরি আয়োজন করা হয়। কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে এসে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শেষ হয় প্রভাতফেরী।
আরও পড়ুনঃ পুরুলিয়া জেলার বরাবাজার থানা পরিচালিত শবর স্কুলের শিশুদের স্বাধীনতা দিবস উদযাপন
স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন মাননীয় বিধায়ক ও সালার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনোয়ারুল ইসলাম। স্বাধীনতা দিবসকে স্মরণ করে একটি প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। গান, নাচ ও আবৃত্তি প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল ৭৫তম স্বাধীনতা দিবস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584