‘সপ্তম বেতন কমিশন’ কার্যকর করার প্রতিশ্রুতি অমিত শাহ’র

0
79

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

নামখানার সভামঞ্চ থেকে অমিত শাহ ঘোষণা করলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর হবে। তাঁর এই ঘোষণাকে ‘মাস্ট্রারস্ট্রোক’ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Amit Shah at Namkhana | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

তাঁদের কথায়, এ রাজ্যের সরকারের উপর চটে রয়েছেন সরকারি কর্মচারীদের একাংশ। বকেয়া ডিএ মেটানো, বেতন বৃদ্ধির মতো একাধিক ইস্যুতে সরকারের উপর ক্ষুব্ধ সরকারি কর্মচারীদের একাংশ। তাঁদের ভোট নিজেদের ঝুলিতে টানতে মরিয়া গেরুয়া শিবির।

Home minister | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

তাই এবার ‘সপ্তম বেতন কমিশন’ কার্যকর করার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। যদিও এর আগে কখনও বলেছেন রাজ্যে কার্যকর হবে ‘কৃষক সম্মান নিধি’, কখনও আবার ‘আয়ুষ্মান ভারত’। এরকম নানা ঘোষণা কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি নেতারা।

BJP Parivartan Yatra | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

এমনকী, রাজ্যে বিজেপি সরকার গড়লে লক্ষাধিক কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দিয়েছিল গেরুয়া শিবির। বৃহস্পতিবার নামখানা থেকে পরিবর্তন যাত্রা সূচনার আগে আরও এক বড় প্রতিশ্রুতি দিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুনঃ শ্রম প্রতিমন্ত্রীর উপর বোমাবাজির ঘটনায় প্রশাসনকে কাঠগড়ায় তুললেন ভারতী ঘোষ

শুধু তাই নয়, বিজেপি সরকার ক্ষমতায় এলে এ রাজ্যের সরকারি চাকরিতে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে বলেও এদিন ঘোষণা করলেন শাহ। এদিন তাঁর সভা ছিল দক্ষিণ ২৪ পরগণার নামখানায়। সেই সভায় মহিলাদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো। তাঁদের সামনে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Amit Shah | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

আরও পড়ুনঃ নামখানায় টোটোয় চড়ে মৎস্যজীবীর বাড়িতে পৌঁছে মধ্যাহ্নভোজ অমিত শাহর

অমিত শাহ যতবার বাংলায় এসেছেন, ততবার এ রাজ্যের মহিলাদের পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন। এবার সেই ‘সাইলেন্ট ভোটার’ মহিলাদের ভোট গেরুয়া শিবিরের ঝুলিতে টানতে বড় টোপ দিলেন অমিত শাহ। প্রসঙ্গত, সম্প্রতি বিহার বিধানসভা ভোটে বিজেপির জয়ের পিছনে ওই ‘সাইলেন্ট ভোটার’রা বড় ভূমিকা নিয়েছিল।

তাই শুধুমাত্র সরকারি কর্মচারী নয়, রাজ্যের মৎস্যজীবীদের জন্য বড় ঘোষণা করেন শাহ। তিনি জানান, বিজেপি রাজ্যে সরকার গড়লে ‘কৃষক সম্মান নিধি’র মতো ‘মৎস্য সম্মান নিধি’ কার্যকর করা হবে। এদিনের সভামঞ্চ থেকে তোলাবাজি, সিন্ডিকেটরাজ-সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধোনা করলেন অমিত শাহ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here