বনগাঁ শাখায় প্রথম দুটি ট্রেন অবিলম্বে চালুর দাবিতে ঠাকুরনগর স্টেশনে অবরোধ নিত্যযাত্রীদের

0
84

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বাতিল করা যাবে না শিয়ালদহ-বনগাঁ শাখার প্রথম দুটি ট্রেন এই দাবিতে বুধবার ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা। করোনা পরিস্থিতিতে রাজ্যে জারি হয়েছে কড়া বিধি নিষেধ, তার জেরেই পরিবর্তন হয়েছে লোকাল ট্রেনের সময় সূচীতেও এসেছে পরিবর্তন যার ফলে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে গরীব মানুষের জীবিকা।

bangaon station
ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ, নিজস্ব চিত্র

নতুন সূচি অনুযায়ী, ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে রেল পরিষেবা। শিয়ালদহ-বনগাঁ শাখায় ভোরের প্রথম দু’টি ট্রেনের সময় ভোর ৫টার আগে। ফলে প্রথম ট্রেনটি বাতিল করা হয়েছে। দ্বিতীয় ট্রেনটি চালানো হলেও সেটিকে ‘স্টাফ স্পেশ্যাল’ হিসেবে জানিয়ে বুধবার তাতে সাধারণ যাত্রীদের উঠতে দেওয়া হয়নি বলে নিত্যযাত্রীদের অভিযোগ। এর পরই ক্ষুব্ধ যাত্রীরা রেল অবরোধ করেন।

ওই শাখায় প্রথম ট্রেনটি ছাড়ে ভোর ৩টে ১৫ মিনিটে। দ্বিতীয়টি ৪টে ৪০ মিনিটে। এই সময়ে ফুল ব্যবসায়ীরাই বেশিরভাগ ঐ দুটি ট্রেনে কলকাতায় আসেন। উল্লেখ্য, অবরোধকারীদের অধিকাংশই ফুল ব্যবসায়ী। তাঁদের বক্তব্য, ফুলের ব্যবসাই তাঁদের একমাত্র রুজি-রোজগার।

আরও পড়ুনঃ ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা হবে, জানাল বিএসএফের এক কর্মকর্তা

তাঁরা জানিয়েছেন, ওই দু’টি ট্রেন না চললে তাঁরা সময়মত কলকাতায় পৌঁছতে পারবেন না ফলে ক্ষতিগ্রস্ত হবে রোজগার। অবিলম্বে ট্রেন দু’টি চালু করার দাবিতে এদিন ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ করেন ফুল ব্যবসায়ীরা। জানিয়ে দেন, ট্রেন চালানোর সিদ্ধান্ত না হওয়া অবধি তাঁরা অবরোধ তুলবেন না। রেল প্রশাসনের আশ্বাস না পাওয়ায় গাইঘাটা রামন্দ্রপুর রোডে রেলগেটের উপরেও অবরোধ করেন তাঁরা।

আরও পড়ুনঃ স্কুল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত অবৈজ্ঞানিক, ক্যাম্পেনে সোচ্চার ডাক্তার, বিজ্ঞানী, শিক্ষক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here