নির্মল দুয়ারী, কলকাতাঃ
পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে সপ্তম সারা বাংলা বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হল।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও অধ্যাপক এই বিজ্ঞান সম্মেলনে অংশগ্রহণ করেন। এই সম্মেলন কুসংস্কারমুক্ত সমাজ গড়তে এবং বিজ্ঞানমনস্ক মনন গড়ে তুলতে এবং শিক্ষায়-গবেষণায় ব্যয় বরাদ্দ বৃদ্ধির দাবিতে অনুষ্ঠিত হয়।
ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি শুরুর দিন থেকেই সমাজের জন্য বিজ্ঞান, মানুষের জন্য বিজ্ঞান, চিন্তার ক্ষেত্রে বিজ্ঞান –এই আদর্শ নিয়ে নতুন বিজ্ঞান আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে পথ চলা শুরু করে।
আজ শিক্ষায় এবং বিশেষভাবে বিজ্ঞান শিক্ষার উপরে সরকারের নানান নীতির যে আক্রমণ আসছে এবং শিক্ষার সিলেবাসের মধ্যে যেভাবে অপবিজ্ঞান এবং ইতিহাস বিকৃতি ঘটছে আগামী দিনে দেশের পুরো শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হবে বলে মনে করা হচ্ছে।
এই সবকিছুর বিরুদ্ধে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি দেশের বিজ্ঞানীদের নিয়ে বিজ্ঞান গবেষকদের নিয়ে দেশজুড়ে মার্চ ফর সায়েন্সের আয়োজন করেছে l এই মার্চ ফর সায়েন্সের অন্যতম দাবি ছিল শিক্ষা খাতে কেন্দ্রীয় বাজেটের ১০ শতাংশ ব্যয় এবং বিজ্ঞান গবেষণা খাতে জিডিপির ৩ শতাংশ খরচ করা।
আরও পড়ুনঃ ‘অমিত শাহ ক্রিমিনালের মতো কথা বলছেন’, বিষ্ফোরক সুজন চক্রবর্তী
মার্চ ফর সায়েন্স দাবি তুলেছে যে দেশের সরকারি নীতি বিজ্ঞান প্রমাণ নির্ভর হতে হবে l এই দাবিতে এখনও সায়েন্স সোসাইটি দেশ জুড়ে আন্দোলন করছে।
দুঃখের কথা, আজও দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে ডাইনি সন্দেহে খুন করা হয়, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। দেশের বহু মানুষ আজও কুশিক্ষা এবং কুসংস্কারে আচ্ছন্ন। দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতার যথার্থ পরিমণ্ডল গড়ে তুলতে পারছে না, তাই যথার্থ বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিজ্ঞান আন্দোলন প্রয়োজন।
আরও পড়ুনঃ হাতির হানায় মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণের চেক প্রদান
ভবিষ্যতে এই সম্মেলন সময়ের দাবি অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করবে। সম্মেলন দাবি করছে অবিলম্বে রাজ্যে ডাইনি বিরোধী, কালাজাদু বিরোধী আইন প্রণয়ন করা হোক।
দেশের সমস্ত মানুষের কাছে পরিষ্কার পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক। শিক্ষার সিলেবাস থেকে অবৈজ্ঞানিক, বিজ্ঞানের দ্বারা প্রমাণিত নয় এমন বিষয়গুলি বাতিল করা হোক এবং পরিবর্তে সঠিক বিজ্ঞানসম্মত সিলেবাস গড়ে তোলা হোক l
এই বিজ্ঞান সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন রাঁচির এনআইএফএফটি-এর ডিরেক্টর অধ্যাপক পার্থপ্রতিম চ্যাটার্জী। দু’দিন ব্যাপী এই সম্মেলনে বিজ্ঞানের দুটি বিষয়ে সেমিনার হবে l
আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি সম্মত সুস্বাদু রান্নার প্রশিক্ষণ মিড-ডে মিল রাঁধুনিদের
এই সেমিনার গুলিতে বক্তব্য রাখবেন অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, প্রখ্যাত ভূতত্ত্ব বিজ্ঞানী এবং ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সভাপতি অধ্যাপক নীলেশ মাইতি, সম্পাদক ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পশ্চিমবঙ্গ শাখার অধ্যাপক অদীনপুণ্য মিত্র, আইআইটি খড়্গপুর অধ্যাপক শীর্ষেন্দু দে, আইআইটি খড়্গপুর ভাটনগর পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী, আইআইএসই-এর অধ্যাপক সৌমিত্র ব্যানার্জি।
সারা রাজ্য ব্যাপী শক্তিশালী বিজ্ঞান আন্দোলন গড়ে তুলতে এই সম্মেলন থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইএনএসএ অধ্যাপক অমিতাভ দত্ত সভাপতি, কার্যকরী সভাপতি সরিষা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নীলেশ মাইতি নির্বাচিত হয়েছেন।
পাশাপাশি আইআইটি ধানবাদের অধ্যাপক রাধকান্ত কোনার সম্পাদক হয়েছেন এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অধ্যাপক নির্মল দুয়ারী ও ডঃ শুভ্র প্রকাশ কাজলী ও সহ-সম্পাদক-সহ একটি শক্তিশালী কমিটি গঠিত হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584