প্রতিদিন দেশে ১০ জনের মধ্যে ৮ জন মহিলা মোবাইলের মাধ্যমে যৌন হয়রানির শিকার

0
72

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মোবাইল ফোনের মাধ্যমে দেশে প্রতিদিন ১০ জনের মধ্যে ৮ জন মহিলা যৌন হয়রানির শিকার হচ্ছেন। বর্তমানে কল, এসএমএস সহ বিভিন্ন উপায়ে হয়রান করা হচ্ছে এদেশের মহিলাদের। পাঠানো হচ্ছে কুরুচিকর ছবি, ভিডিও। গতকাল, মঙ্গলবার বিশ্বব্যাপী স্প্যাম কল নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে প্রদানকারী সংস্থা ট্রুকলার। সেখানেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

Sexually harassment | newsfront.co
প্রতীকী চিত্র

রিপোর্টে দেখা গিয়েছে, দেশে স্প্যাম কলের হার গত বছরের তুলনায় ৩৪ শতাংশ কমেছে। তার জেরে ফোন স্প্যামিংয়ের নিরিখে প্রথম ১০টি দেশের তালিকার নবম স্থানে রয়েছে ভারতের নাম। গত বছর এই তালিকার পঞ্চম স্থানে ছিল ভারত।

আরও পড়ুনঃ ক্রাইস্টচার্চে মসজিদে হামালাকারীর ভারত যোগ রয়্যাল কমিশনের রিপোর্টে

অন্যদিকে, গত বছরের মতো এবছরও স্প্যামিংয়ের শীর্ষে রয়েছে ব্রাজিল। ট্রুকলারের রিপোর্ট অনুযায়ী, মোট স্প্যাম কলের ৯৮.৫ শতাংশই দেশীয় নম্বর থেকে করা। লকডাউনের সময় যা অনেকটাই কম ছিল বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এবছর ভারতে সর্বাধিক স্প্যাম কল হয়েছে অক্টোবর মাসে।

লকডাউনের প্রথম তিন মাসে ভারতীয়দের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে জরুরি নম্বর ডায়াল করার সংখ্যা। শতাংশের বিচারে যা ১৪৮ শতাংশ। ভারত ছাড়া এই তালিকায় নাম রয়েছে ব্রাজিল, আমেরিকা, হাঙ্গেরি, পোল্যান্ড, স্পেন, ইন্দোনেশিয়া, ব্রিটেন, ইউক্রেন ও চিলি।

আরও পড়ুনঃ এভারেস্টের নতুন উচ্চতা কত হল?

ট্রুকলার জানিয়েছে, ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বাধিক স্প্যামিংয়ের শিকার গুজরাত। দ্বিতীয় মহারাষ্ট্র এবং তৃতীয় অন্ধ্রপ্রদেশ। স্প্যাম কলের অধিকাংশই মোবাইল সার্ভিস প্রোভাইডারদের দখলে রয়েছে। রিপোর্ট অনুযায়ী, মোবাইল সার্ভিস প্রোভাইডারদের অফার, রিমাইন্ডার সংক্রান্ত স্প্যাম কলের হার ৫২ শতাংশ। ৩৪ শতাংশ স্প্যাম কল করেছে টেলিমার্কেটিং সংস্থাগুলি। ভুয়ো লটারি পুরস্কারের মতো টোপ দিয়ে প্রতারকদের স্প্যাম কলের হার মাত্র নয় শতাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here