১২ সেপ্টেম্বর থেকে চলবে আরও ৮০টি যাত্রীবাহী ট্রেন, শুরু হচ্ছে রিজার্ভেশনও

0
83

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

১২ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে আরও চল্লিশ জোড়া অর্থাৎ ৮০ টি যাত্রীবাহী স্পেশাল ট্রেন, রিজার্ভেশন করা যাবে ১০ সেপ্টেম্বর থেকে। জানিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব।

প্রতীকী চিত্র

করোনা ভাইরাস মহামারির কারণে গত ২২মার্চ থেকে দেশজুড়ে যাত্রীবাহী ট্রেন পরিসেবা বন্ধ রাখা হয়েছে। তারপর ১২ মে থেকে ৩০ টি রাজধানী এক্সপ্রেস চালানো শুরু করে রেল, সেগুলি শুধুমাত্র দিল্লি থেকে দেশের অন্যান্য প্রান্তে যাতায়াতেই সীমাবদ্ধ ছিল। এরপরে ১ জুন থেকে দেশের বিভিন্ন প্রান্তের জন্য ২০০ টি বিশেষ ট্রেন চালানোর বন্দোবস্ত করে ভারতীয় রেল।

এর পরে ১১ আগস্ট রেলের তরফে জানানো হয় সাধারণ যাত্রীবাহী রেল পরিষেবা ( দূরপাল্লা ও লোকাল) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে।

তবে যাত্রীদের প্রয়োজন ও চাহিদার কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের সংখ্যা বাড়ানো হবে কিন্তু তা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সাথে আলোচনা সাপেক্ষে। মনে করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতেই রেলওয়ে বোর্ডের আজকের ঘোষণা, ১২ সেপ্টেম্বর থেকে আরও আশিটি স্পেশাল ট্রেনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here