সুদীপ পাল,বর্ধমানঃ
পাঁচ বছর আগে বিয়ে হয়েছে। রয়েছে বছর তিনেকের এক কন্যা সন্তান। তবে সে সব তথ্য গোপন করে সরকারের ‘রূপশ্রী প্রকল্পে’র টাকা পাওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন গলসি ২-এর সাহেবডাঙা গ্রামের রাসমণি কিস্কু। গলসি ২ ব্লক প্রশাসন তদন্তের পর সেই আর্জি খারিজ করে দিয়েছে৷
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের নিয়ম অনুযায়ী, ১৮ বছর বয়সের পরে মেয়ের বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী প্রকল্পে ২৫ হাজার টাকা পায় মেয়ের পরিবার।
সে জন্যে বিয়ের এক মাস আগে নিমন্ত্রণপত্র, আয়ের শংসাপত্র, পাত্র ও পাত্রীর বয়সের প্রমাণপত্র ব্লক বা পুরসভার নির্দিষ্ট দফতরে জমা দিতে হয়।
আরও পড়ুনঃ জল বাঁচিয়ে জীবন বাঁচানোর আবেদনে পদযাত্রা
যেসব পরিবারের আয় বার্ষিক দেড় লক্ষ টাকা তাঁরা এই আবেদন করতে পারেন। রাসমণি কিস্কু: আবেদন করেছিলেন। আবেদন খতিয়ে দেখতে এলাকায় যান স্থানীয় কুরকুবা পঞ্চায়েতের কর্তারা।
কুরকুবা পঞ্চায়েতের প্রধান রূপা বাগদি বলেন, তদন্তে দেখা যায় ওই মহিলার পাঁচ বছর আগে বিয়ে হয়েছে। একটি কন্যা সন্তানও রয়েছে।বিষয়টি বিডিও-কে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ঠিকমতো নিয়মটা জানতেন না বলে জানান রাসমনি।
যদিও মহিলার স্বামী তথা বিজেপির আদিবাসী মোর্চার নেতা ভোলা টুডু বলছেন, ভালোবেসে বাড়ির অমতে বিয়ে করেছিলাম। এখন অনুষ্ঠান করে বিয়ে হবে।
তাই এই আর্জি। বিডিও (গলসি ২) শঙ্খ বন্দ্যোপাধ্যায় বলেন, ওই মহিলা মুচলেকা দিয়েছেন উনি এ কাজ আর করবেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584