বুধবার থেকে কলকাতায় ৮০০ সরকারি বাস

0
69

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বাস ভাড়া বৃদ্ধির দাবিতে এখনও অনড় বাস মালিকরা। কিন্তু যাত্রীদের ওপর চাপ বৃদ্ধির যুক্তি দেখিয়ে আচমকা ভাড়া বৃদ্ধিতে অনড় রাজ্য সরকার। কিন্তু পথে বেরোনোর মানুষের যাতে ভোগান্তি কম হয়, তার জন্য মঙ্গলবার পর পর দুটি সিদ্ধান্ত ঘোষণা করল রাজ্য পরিবহণ দফতর। এই নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার থেকে ৮০০ সরকারি বাস রাস্তায় নামবে। ৮ জুনের মধ্যে এক হাজারের বেশি সরকারি বাস কলকাতায় চলবে।

WBTC | newsfront.co
প্রতীকী চিত্র

একই সঙ্গে এখন থেকে অটো ও ট্যাক্সিতে আসনের সমসংখ্যক যাত্রী তোলার অনুমতি দিয়েছেন পরিবহণমন্ত্রী। অর্থাৎ অটো ও ট্যাক্সিতে চালকের পিছনের সিটে ৩ জন করে যাত্রী তোলা যাবে। ক্যাবেও এই নিয়ম জারি থাকবে। এদিকে ধীরে ধীরে সরকারি বাসের সংখ্যা বাড়তে থাকায় সোমবারের মতো মঙ্গলবার ভোগান্তি তৈরি হয়নি কলকাতায়। এদিকে আন্দোলনের পথে থাকলেও এ দিন অবশ্য ১৫ টি রুটের বেসরকারি বাস ও মিনিবাসের রাস্তায় দেখা মিলেছে।

আরও পড়ুনঃ স্নানযাত্রার দিন ১৪৪ ধারা জারি পুরীতে

প্রসঙ্গত, নবান্নের নির্দেশমতো ১ জুন থেকে একাধিক সরকারি অফিস। ৮ জুন থেকে আরও বেশ কিছু সরকারি ও বেসরকারি অফিস খোলার সম্ভাবনা রয়েছে। এছাড়া হাতিবাগান, নিউ মার্কেট সহ একাধিক বাজার খুলে গিয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল বাস। বেসরকারি বাস মিলবে না ধরেই নিয়েছিলেন সকলে। সোমবার দিনভর সরকারি বাসও না পেয়ে দিনভর নাজেহাল হচ্ছিলেন যাত্রীরা। তাই সমস্যা মেটাতে মঙ্গলবার থেকে সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করা হয়।

আরও পড়ুনঃ রাজ্য সরকারের আমপান ত্রাণ তহবিলে ৪ কোটি অনুদান

মঙ্গলবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, গতকাল সকালে ২৪০ ও বিকেলে ৩৪০টির মতো সরকারি বাস কলকাতায় চলেছে। আজ সেই সংখ্যা বেড়ে ৬০০ হয়েছে।তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ রুটে ১৫ মিনিট অন্তর বাস দেওয়া হবে আগের মতোই। আগামিকাল অর্থাৎ বুধবার থেকে ৮০০টি সরকারি বাস রাস্তায় নামবে। সব মিলিয়ে ৮ জুনের মধ্যে এক হাজারের বেশি সরকারি বাস কলকাতায় চলবে। একই সঙ্গে এখন থেকে অটো ও ট্যাক্সিতে আসনের সমসংখ্যক যাত্রী তোলার অনুমতি দিয়েছেন পরিবহণমন্ত্রী। ফলে যাতায়াতের সমস্যার অনেকটাই সুরাহা হবে বলে মনে করছেন সকলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here