রাজ্য সরকারের আমপান ত্রাণ তহবিলে ৪ কোটি অনুদান

0
49

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারকে ঘূর্ণিঝড় আমপান দ্বারা ক্ষতিগ্রস্থ অঞ্চলে ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য ৪ কোটি টাকার অনুদান দিয়েছে একটি বেসরকারি ব্যাঙ্ক। এর আগে ওই ব্যাঙ্কটি পশ্চিমবঙ্গ স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিকেও ৩ কোটি টাকা আর্থিক সাহায্য দান করেছে। এছাড়াও ওই ব্যাঙ্কের পক্ষ থেকে রাজ্যের আমপান বিধ্বস্ত জেলাগুলিতে ১ কোটি টাকা মূল্যের চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Amphan | newsfront.co
বিধ্বস্ত। সংবাদ চিত্র

আমপান বিধ্বস্ত এই জেলাগুলি হল উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলি।নবান্নের রাজ্য সচিবালয়ে এই বেসরকারি ব্যাঙ্কের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে চেকটি গ্রহণ করেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব রাজীব সিনহা। এদিন ব্যাঙ্কের এই কর্মসূচীর সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব, অর্থবিভাগ, আই এ এস এইচ কে দ্বিবেদী।

donation | newsfront.co
অনুদান প্রদান। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ এখনও মসজিদ বন্ধ রাখার পক্ষেই ইমাম সংগঠন

আমপানে ক্ষতিগ্রস্তদের পাশে এভাবে দাঁড়াতে পেরে খুশি ব্যাঙ্ক কর্তৃপক্ষও। ব্যাঙ্কের তরফ থেকে তাঁদের এই প্রয়াস সম্পর্কে ওই বেসরকারি ব্যাঙ্কের জোনাল হেড-রিটেল আকাশ রাঘব বলেন, “এই দুর্দিনের সময় আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা সবসময় পশ্চিমবঙ্গবাসীদের সাথেই রয়েছে। আমরা রাজ্যবাসীদের সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের এই মহৎ উদ্যোগগুলির মাধ্যমে ও রাজ্য সরকারের সাথে সংহতি ও অংশীদারিত্বের মাধ্যমে এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাংলাকে পুনরুদ্ধারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here