টিকা নেওয়ার পর আক্রান্তদের প্রায় ৮০ শতাংশই কোভিডের ডেল্টা রূপের কবলে, জানাল আইসিএমআর

0
101

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত ভারতীয়দের মধ্যে প্রায় ৮০ শতাংশই করোনা ডেল্টা রূপে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ত্রস্ত গোটা দেশ। এরই মধ্যে আইসিএমআর-এর সমীক্ষায় ভয়াবহ তথ্য উঠে এল।

covid vaccine
প্রতীকী চিত্র

গত এপ্রিল-মে মাসে কোভিডের ডেল্টা রূপ ভয়াবহ আকার ধারণ করেছিল। যার জেরে নাজেহাল হয়েছিল দেশবাসী। কিন্তু আইসিএমআর-এর সমীক্ষা বলছে, দ্বিতীয় ঢেউয়ের সময় যাঁরা অন্ততপক্ষে একটা টিকা নিয়েছিলেন, তাঁরা পরে ডেল্টায় আক্রান্ত হলেও তা ভয়াবহ পর্যায়ে পৌঁছয়নি।

১৭টি রাজ্য থেকে ৬৭৭ জন কোভিড আক্রান্তের উপর সমীক্ষা চালিয়েছিল আইসিএমআর। সমীক্ষায় দেখা গিয়েছে তাঁদের মধ্যে ৭১ শতাংশের এক বা একাধিক উপসর্গ ছিল। ২৯ শতাংশ ছিলেন উপসর্গবিহীন।

আরও পড়ুনঃ গত বছরের করোনাজনিত কঠোর ‘লকডাউন’ ছিল অসাংবিধানিক, জানাল স্পেনের শীর্ষ আদালত

সমীক্ষায় বলা হয়েছে, টিকা নেওয়ার পরেও যাঁরা করোনা আক্রান্তরা হয়েছেন তাঁদের মধ্যে কোভিডের ডেল্টা রূপে আক্রান্ত হয়েছেন এমন ৯.৮ শতাংশ মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অর্থাৎ, সংক্রামিত হলেও টিকা নেওয়ার ফলে তা সার্বিক ভাবে ভয়াবহ আকার নিতে পারেনি। ফলে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কমেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here