ওয়েবডেস্কঃ
লোকসভা নির্বাচন ২০১৯ শুরু হচ্ছে আগামী ১১ ই এপ্রিল।বাংলা,বিহার ও উত্তরপ্রদেশে সাত দফায় সম্পন্ন হবে সাত দফায়।
মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা আজ দিল্লীতে ঘোষণা করেন যে সারা দেশে লোকসভা নির্বাচন সম্পন্ন হবে মোট সাত দফায়। নজিরবিহীন ভাবে এবার সাত দফায় নির্বাচন হবে পশ্চিমবঙ্গে।
#LokSabhaElection2019: 1st phase polling to be held on 11th April, 2nd phase on 18th April, 3rd phase on 23rd April, 4th phase polling to be held on 29th April, 5th phase polling on 6th May, 6th phase polling on 12th May, 7th phase 12th May. Counting of all phases on 23rd May. pic.twitter.com/1IcW8KGg91
— ANI (@ANI) March 10, 2019
উত্তরপ্রদেশ ও বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গেও সাত দফায় নির্বাচন সম্পন্ন হবে। জানা গেছে পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্ৰহন সম্পন্ন হবে ১১ এপ্রিল। ঐদিন দুটি আসনে ভোট গ্রহণ হবে। তারপর ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় তিনটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল হবে তৃতীয় দফায় পাঁচটি আসনে, ২৯ শে এপ্রিল চতুর্থ দফায় আটটি আসনে, পঞ্চম দফায় সাতটি আসনের নির্বাচন হবে ৬ই মে। ১২ ই মে সম্পন্ন হবে ষষ্ঠ দফার আটটি আসনের নির্বাচন। শেষ দফায় ৯ টি আসনের ভোটগ্ৰহন সম্পন্ন হবে ১৯ শে মে।
Sunil Arora, Chief Election Commissioner: We have tried to cover left-wing affected areas of various states at one go (in #LokSabhaElections2019). Once the left-wing affected states get covered which require much more force, then those forces can move to other areas. pic.twitter.com/kEcenhjrTF
— ANI (@ANI) March 10, 2019
উল্লেখ্য,আজ নির্বাচন ঘোষণার পর চালু হয়ে গেল আদর্শ নির্বাচনবিধি।
আরও পড়ুনঃসেনাদের ছবি ব্যবহার করে ভোট প্রচারে নিষেধাজ্ঞা, কড়া বার্তা নির্বাচন কমিশনের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584