শিবশঙ্কর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
বড় বড় শহরের ছাত্রছাত্রীরা বিভিন্ন মিউজিয়ামে গিয়ে বিজ্ঞান বিষয়ে জানার সুযোগ পায়। কিন্তু বিভিন্ন মফস্বল শহরের ছাত্র ছাত্রীদের সেই সুযোগ নেই। আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস এই উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বালুরঘাট হাইস্কুলে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের পক্ষ থেকে মোবাইল এক্সিবিশনের উদ্বোধন করা হল।
এই এক্সিবিশনটি আগামী ছয় মাস দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন স্কুলে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করবে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ গঙ্গারামপুরে তৃণমূলের স্থায়ী দলীয় কার্যালয়ের উদ্বোধন
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের ডিপিও বিমল কৃষ্ণ গায়েন,বালুরঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক নারায়ন কুন্ডু, সাংসদ সুকান্ত মজুমদার, নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের শিক্ষা সহায়ক অভিক ব্যানার্জী সহ বিশিষ্ট জনেরা।
এই এক্সিবিশনে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করা হয়।এই এক্সিবিশনটি নিয়ে বালুরঘাট হাইস্কুলের ছাত্রদের উৎসাহে ছিলো চোখে পড়ার মত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584