মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠেছে গোটা ভারত। বাংলার বাইরে বহু প্রবাসী বাঙালি রয়েছেন যাঁরা পুজোর এই চারটে দিন আনন্দে মেতে ওঠেন। দুর্গাপুজো হয় সেখানেও। এবার এই পুজোয় মেতেছে বিদেশি ফুটবল ক্লাবগুলিও।
বাংলা তথা ভারতীয় ফুটবলারদের দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছে চেলসি, ম্যাঞ্চস্টার সিটি এবং টটেনহ্যাম হটস্পারের মতো ফুটবল ক্লাবগুলি। পুজো উপলক্ষে অভিনব শুভেচ্ছা বার্তা তারা পোস্ট করল নিজেদের সরকারি ফেসবুক পেজে। যা দেখে ভারতীয় সমর্থকরা উচ্ছ্বসিত হয়েছেন।
এই বিলিতি ক্লাবগুলি যে যেভাবে শুভেচ্ছাবার্তা দিয়েছেন তারমধ্যে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব তথা বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি-র শুভেচ্ছাবার্তা বিশেষভাবে নজর কেড়েছে। নিজেদের ফেসবুক পেজে দেবী দুর্গার একটি ছবি পোস্ট করেছে চেলসি ফুটবল ক্লাব।
আর সেই ছবির সামনে বিভিন্ন রকম মুদ্রায় দেখা যাচ্ছে ক্লাবের অন্যতম সেরা তারকা মেসন মাউন্ট, সিজার আজপিলিকুয়েতা এবং ট্রভর চালোবাকে। এই ছবিতে ফুটবল তারকাদের সঙ্গে রয়েছেন খোদ চেলসির চ্যাম্পিয়ন কোচ টমাস টুখেলও।
আরও পড়ুনঃ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পদক এল ভারতের ঘরে, রুপো জিতলেন অংশু মালিক
চেলসি ছাড়াও ম্যাঞ্চস্টার সিটি নামের ফুটবল ক্লাবের পক্ষ থেকে অভিনব কায়দায় ভারতীয় ফুটবলপ্রেমীদের পুজোর শুভেচ্ছা জানানো হয়েছে। দেবী দুর্গার একটি ছবি পোস্ট করে পুজো উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিয়েছেন তাঁরা। দুর্গাপুজো এখন আর শুধুমাত্র বাংলা বা বাঙালির নয়, পুজো বর্তমানে বিশ্বজনীন হয়েছে, ব্রিটিশ ক্লাবগুলির শুভেচ্ছাবার্তাতেই তার প্রমাণ মিলল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584