ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
সোমবার স্থানীয় সময় বেলা ১ টা ১০ মিনিটে মধ্য আফগানিস্থানের তালিবান উপদ্রুত গজনি প্রদেশে ভেঙে পড়লো বোয়িং বিমান।
বিমানটি আফগানিস্থানের কোনও এক শহর থেকে কাবুলের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। পথে দেহ ইয়াক জেলায় ভেঙে পড়ে সেটি। বিমানটিতে ৮৩ জন যাত্রী ছিল বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়।
A plane operated by Afghanistan's state-owned airline Ariana crashed in the country's central Ghazni province, senior Afghan officials said. The number of casualties was unclear. More here: https://t.co/d5nsrZzqis pic.twitter.com/nJ0lS2sTiq
— Reuters India (@ReutersIndia) January 27, 2020
ভেঙে পড়া বিমানটির পরিচয় ঘিরে শুরু হয়েছে বিভ্রান্তি। প্রাথমিকভাবে মনে করা হয় ভেঙে পড়া বিমানটি আরিয়ানা এয়ারলাইন্সের।
পরে তারা বিবৃতি দিয়ে জানায় যে,তাদের দুটি বিমান আকাশে উড়ছে। একটি কাবুল থেকে হেরাত অন্যটি হেরাত থেকে দিল্লীগামী। দুটি বিমানই নিরাপদে রয়েছে বলে তারা জানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584