চালু হল ভারত-বাংলাদেশ বন্ধন এক্সপ্রেস

0
349

ওয়েবডেস্ক

৫২ বছর পর আবার নিয়মিত হলো খুলনা-কলকাতা যাত্রীবাহী ট্রেন। নতুন করে চালু হওয়া এই ট্রেনের নাম দেয়া হয়েছে বন্ধন এক্সপ্রেস। ট্রেনটি কলকাতা থেকে বেলা সাড়ে ১১টায় খুলনার উদ্দেশে ছেড়েছে। বিকালে খুলনায় পৌঁছাবে।

ছবি-সংগৃহিত

নিয়মিত যাত্রী পরিবহন শুরু হবে ১৬ নভেম্বর। এর টিকিট বিক্রিও শুরু হচ্ছে আজ থেকে বলে জানা গেছে। এই ট্রেন সার্ভিস চালুর মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে রেল যোগাযোগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ট্রান্স-এশিয়ান রেলরুটে অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ।

বন্ধন এক্সপ্রেস চলবে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত হয়ে যশোর থেকে খুলনা পর্যন্ত। গত ৮ এপ্রিল পরীক্ষামূলক যাত্রীবাহী এই ট্রেন চালানো হয় এই পথে। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর খুলনা-কলকাতা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

(Source-independent24.com)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here