বন‍্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা শিবির

0
528

নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর:-

মেদিনীপুর শহরের অগ্রগণ‍্য পরিবেশ ও বন‍্যপ্রাণ প্রেমী সংস্থা “নেচার ওয়াক” এর উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে অনুষ্ঠিত হলো “বন‍্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা শিবির”।

বুধবার চারাগাছে জল ঢেলে বিদ্যালয়ের​ পুষ্টি বিদ্যা বিভাগের সভাকক্ষে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর বন বিভাগের এডিএফও পূরবী মাহাতো।

পূরবী দেবী তাঁর ভাষণে,এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য “নেচার ওয়াক” ও চুয়াডাঙ্গা হাইস্কুলের প্রশংসা করেন। অডিও ভিসুয়াল যন্ত্রাংশের সাহায্যে স্লাইড শো এর মাধ্যমে বন‍্য প্রাণ কী,বন্য প্রাণ কী ভাবে ধ্বংস হচ্ছে, কীভাবে বণ্যপ্রাণকে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব,এ বিষয়ে কী ধরনের আইন রয়েছে, এই সমস্ত বিষয় গুলি সুন্দর ভাবে ছাত্র ছাত্রীদের সামনে উপস্থাপন করেন নেচার ওয়াক সংস্থার পাঁচ সদস্য অরবিন্দ পাল, সৌরভ দিন্দা, সুপ্রিয় রঞ্জন সিনহা, সুমন সামন্ত, সায়ন্তন জানা।

এই শিবিরের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির বাছাই করা ৫০ জন পড়ুয়া যোগ দেয়। পরে এদের দশটি দলে ভাগ করে বন‍্যপ্রাণ ও পরিবেশ বিষয়ক একটি অডিও ভিসুয়াল কুইজ অনুষ্ঠিত হয়। কুইজে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় যথাক্রমে জগদীশ চন্দ্র বসু দল,মাদাম কুরি দল ও ভগিনী নিবেদিতা দল।

গোটা শিবিরটি সঞ্চালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। উপস্থিত ছিলেন হীরুলাল পাখিরা, সুস্মিতা দাশ, রবীন্দ্রনাথ মিদ‍্যা, মাতুয়ার মল্লিক, সঞ্জয় সখা চাবরি, দিব্যেন্দু সাহা, সুদীপ সাহা, প্রদ্যুৎ কুমার জান প্রমুখশিক্ষক শিক্ষিকা গণ।

সংস্থার পক্ষে সৌরভ দিন্দা ও সুপ্রিয় রঞ্জন সিনহা জানান বন‍্যপ্রাণ কে ভালোবেসে, বণ্যপ্রাণকে​ রক্ষার তাগিদে বছর তিনেক আগে তাঁরা কয়েক জন বন্ধু মিলে এই নেচার ওয়াক সংস্থা গড়ে তোলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here