মুক্তি পেল ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপটে ‘৮৩’-র ট্রেলার, কপিল দেবের ভূমিকায় রণবীর সিং

0
145

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

বিশেষ ব্যক্তিদের জীবন নিয়ে বায়োপিক বা সিনেমা তৈরি করা বলিউডে একটি বিশেষ ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইদানীং বিভিন্ন খেলোয়াড়দের জীবনী নির্ভর সিনেমা বানাচ্ছে বলিউড। এই সমস্ত সিনেমা বাণিজ্যিক ভাবে দারুণ সফল হচ্ছে। তাই বিভিন্ন পরিচালকরা প্রত্যাশা বাড়িয়ে দর্শকদের সিনেমা হলে নিয়ে যেতে অসাধারণ বায়োপিক নির্ভর সিনেমা করছে। অতীতে এমএস ধোনি, শচীন তেন্ডুলকর থেকে মিলখা সিং এমন অসংখ্য খেলোয়াড়দের জীবনী নিয়ে সিনেমা তৈরি হয়েছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন ১৯৮৩ সালের ঐতিহাসিক ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার প্রেক্ষাপট নিয়ে তৈরি সিনেমা ‘৮৩’।

Ranveer Singh with Kapil Dev

১৯৮৩ সালে কিংবদন্তি কপিল দেবের হাত ধরে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান গোটা দেশ। তাই এমন ঐতিহাসিক মুহুর্ত গুলো নিয়ে বিখ্যাত পরিচালক কবীর খানের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই সিনেমাটি। সিনেমাটির মূল চরিত্রে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছে রণবীর সিং এবং কপিল দেবের স্ত্রী রমি দেবের চরিত্রে কিছু সময়ের জন্যে অভিনয় করেছেন রণবীর সিং এর স্ত্রী দীপিকা পাড়ুকোন।

ছবিটির ট্রেলার আজ মুক্তি পেয়েছে। ট্রেলার দেখে উচ্ছ্বসিত গোটা বলিউডের ভক্ত, সমর্থকরা। রণবীর সিং এর অভিনয়ের ভূয়সী প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন বলিউডের ভক্তকূল। সবার বক্তব্য রণবীরকে কপিল দেবের চরিত্রে দারুণ ভাবে মানিয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ বড়দিনে ‘টনিক’ নিয়ে আসছে দেব, প্রকাশ্যে এল ছবির ট্রেলার

পুরো ট্রেলার জুড়েই কপিল দেবের ভঙ্গিমায় কথা বলেছেন এবং চেহেরায় তেমনি ভঙ্গি প্রদর্শন করেছেন। ট্রেলার মুক্তি পাওয়ার পর বলিউডের বিখ্যাত তারকারা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রণবীরকে, তাঁর সাবলীল অনবদ্য অভিনয়ের জন্য। ট্রেলার দেখে প্রশংসা করেছেন অভিষেক বচ্চন, রকুল প্রীত সিং, মণীশ মালহোত্রার মত অনেক বলিউড তারকারা।

আরও পড়ুনঃ সাদা কালোয় ‘অপরাজিত’ সত্যজিৎ, অভিনয়ে হাতেখড়ি বছর ৮১-র শমীক বন্দ্যোপাধ্যায়ের

মারণ ভাইরাস করোনার অনেক দাপট কমে গেছে তাই সিনেমার প্রযোজক মহল জানিয়েছেন সিনেমাটি দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে। তবে প্রতিটি সিনেমা হলকে ও দর্শকদের কোভিড-১৯ এর যাবতীয় বিধিনিষেধ মান্য করতে হবে। সিনেমাটি সিনেমা হলে মুক্তি পাবে ডিসেম্বর মাসের ২৪ তারিখ। এই সিনেমায় রণবীর ছাড়াও বিভিন্ন চরিত্রে দারুণ ভাবে অভিনয় করেছেন, পঙ্কজ ত্রিপাঠী, তাহির রাজ, হার্দিক সান্ধুস,নিশান্ত দাহিয়া এবং সাকিব সালিম সহ প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here