বিহারে বাজ পড়ে মৃত ৮৩, আহত ৩০

0
157

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রবল ঝড়ের মধ্যে বাজ পড়ে দুদিনে বিহারে মৃত্যু হয়েছে ৮৩ জনের। বজ্রাহত হয়েছেন ৩০ জন।

Thundering | newsfront.co
প্রতীকী চিত্র

এই দুর্যোগ ১৫টির বেশি গবাদি পশুর প্রাণ কেড়েছে। এ দিন নিজের টুইটার হ্যান্ডেলে বিহারের এই মর্মান্তিক খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিহারের পাঁচ জেলা মিলিয়ে তিনি লিখেছেন, ‘বিহার ও উত্তর প্রদেশের কিছু জেলায় প্রবল বর্ষণ ও বজ্রাঘাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের তরফে দ্রুত ত্রাণকাজ চালু করা হয়েছে। দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।”

বজ্রঘাতে মৃত্যুর কারণে গভীর শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তৎক্ষণাৎ তিনি নিহতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। প্রাকৃতিক দুর্যোগে সতর্কতামূলক শর্তাবলী মেনে চলার জন্য রাজ্যবাসীর উদ্দেশে তিনি আবেদন জানিয়েছেন।

গবাদি পশু মৃত্যুর কারণে লোকসানের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছে বিহার প্রশাসন। জানা গিয়েছে, গোপালগঞ্জে ১৩ জন মারা গিয়েছেন, মধুবনি, সিওয়ান, ভাগলপুর, পূর্ব চম্পারণ, দ্বারভাঙা ও বাঁকা, খাগাড়িয়া, ঔরঙ্গাবাদ, পশ্চিম চম্পারণ, কিষাণগঞ্জ, জেহানাবাদ, জামুই, পূর্ণিয়া, সুপাউল, বক্সার ও কাইমুর এলাকার মোট ৫৬ জনবাসিন্দার মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ ১২ আগস্ট পর্যন্ত সমস্ত বুকিং বাতিল-সহ টিকিট ফেরত, বিজ্ঞপ্তি জারি রেলের

এ ছাড়াও একজন করে মারা গিয়েছেন সমস্তিপুর, শেওহর, সারন, সীতামাঢ়ি ও মাধেপুরায়।গোপালগঞ্জে নিহতরা সকলেই কৃষিজীবী এবং বরৌলি, মানঝা, বিজয়পুর, উচকাগাঁও ও কাটেয়া এলাকার বাসিন্দা। খেতে কাজ করার সময় তাঁরা বজ্রাহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে গোটা এমার্জেন্সি বিভাগে জল ঢুকে যাওয়ায় চিকিৎসায় বিলম্ব হয় বলে জানা গিয়েছে। তার জেরে নিহতদের আত্মীয়রা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here